ভূপৃষ্ঠের সব জায়গা সমান নয়। এ কারণে ভূগর্ভের বায়ুর চাপ ভূত্বকের সকল স্থানে এক রকম হয় না। কোন স্থানে চাপ খুব বেশি হলে সেই জায়গায় গর্ত বা ফাটলের সৃষ্টি হয়। ফলে এই গর্ত বা ফাটলের মধ্য দিয়ে ভূ-গর্ভস্থ বিভিন্ন রকম পদার্থ নির্গত হয়। আর ভূত্বকের দূর্বল অংশের যে ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভস্থ ধূম,গ্যাস, গলিত শিলা, ধূলি, ভস্ম, বিবিধ তরল ও কঠিন ধাতব পদার্থ নির্গত হয়, একে আগ্নেয়গিরি বলে। যেমন- জাপানের ফুজিয়াম, ইতালির ভিসুভিয়াস ইত্যাদি।

Subject

Chemistry