সমাস : সমাস শব্দের অর্থ-সংক্ষেপ, মিলন, একাধিক পদ একপদীকরণ। সমাস মূলত শব্দসমষ্টির সংক্ষিপ্তকরণের মাধ্যমে নতুন শব্দগঠনের একটি প্রক্রিয়া।

পরস্পর অর্থসম্পর্কযুক্ত দুই বা তার অধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলা হয়। যেমন : গ্রন্থ রচনা করে যে = গ্রন্থকার; মৌ সংগ্রাহক মাছি = মৌমাছি প্রভৃতি।

সমাস প্রধানত ৬ (ছয়) প্রকার। যথা: ১। দ্বন্দ্ব সমাস ২। দ্বিগু সমাস ৩। অব্যয়ীভাব সমাস ৪। কর্মধারয় সমাস ৫। তৎপুরুষ সমাস ৬। বহুব্রীহি সমাস

সমাস বিশ্লেষণ ও নির্ণয়ে প্রয়োজনীয় কয়েকটি পরিভাষার বিবরণ

ব্যাসবাক্য : সমাসবদ্ধ শব্দটির অর্থ বোঝবার জন্য যে বাক্য বা বাক্যংশের প্রয়োগ করতে হয়, তাকে ব্যাসবাক্য, সমাসবাক্য বা বিগ্রহবাক্য বলে।

        সমাস                 ব্যাসবাক্য

          মনমাঝি                   মন রূপ মাঝি

          হাঁটুজল                     হাঁটু পরিমাণ জল

সমস্যমান পদ : যে সব পদের মিলনে সমাবদ্ধ পদ/সমস্তপদ গঠিত হয় তাদের প্রত্যেককে সমস্যমান পদ বলে। যেমন : সপ্তাহ সমাসটির ব্যাসবাক্য-সপ্ত অহের সমাহার। এখানে সপ্ত, অহ প্রত্যেকটি সমস্যমান পদ।

সমস্তপদ/সমাসবদ্ধপদ : একাধিক পদ মিলিত হযে একটি নতুন পদ গঠন করলে সেই নতুন পদকে সমস্তপদ বা সমাসবদ্ধ পদ বা সমাস বলা হয়।

        সমস্যমান পদগুলির প্রথম পদটিকে পূর্বপদ এবং পরবর্তী পদ বা পদগুলিকে পরপদ বা উত্তরপদ বলে। ‘সমাস’ শব্দের অর্থ সংক্ষেপ আর ‘ব্যাস’ শব্দের অর্থ ‘বিস্তার’। নীচে কয়েকটি উদাহরণ দেওয়া হল :

        সমস্তপদ       ব্যাসবাক্য           পূর্বপদ           পরপদ

        পঞ্চানন        পঞ্চ আনন যার     পঞ্চ              আনন

        তীরবিদ্ধ       তীরের দ্বারা বিদ্ধ   তীর              বিদ্ধ

        রাতকানা      রাতে কানা          রাত              কানা

        ছেলেধরা       ছেলে ধরে যে       ছেলে             ধরে

        মহাপুরুষ       মহান্ যে পুরুষ      মহান্             পুরুষ

Subject

Bangla