ভাষার গুণগত মান নির্ভর করে যথাযথ পদবিন্যাসের উপর। প্রত্যেকটি পদের বিশুদ্ধ প্রয়োগ তথা শুদ্ধ ও নির্ভুল হওয়া যে কোনো রচনার জন্য আবশ্যক। বেশি নম্বর পেতে সঠিকভাবে উত্তর তৈরি করতে হবে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রকার ভুল থাকে। যেমন:

  1. সাধারণ বর্ণাশুদ্ধি                    ৬.   রচনা ঘটিত,
  2. ণ-ত্ব বিধি ও ষ-ত্ব বিধি            ৭.    শব্দের প্রয়োগঘটিত,
  3. লিঙ্গ ঘটিত,                         ৮.   প্রত্যয় ঘটিত,
  4. সন্ধি ঘটিত                           ৯.   অনর্থক প্রয়োগজনিত,
  5. সমাস ঘটিত,                         ১০. বাক্যরীতি প্রয়োগজনিত।

Subject

Bangla