• ‘জীবিত ও মৃত’ রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোটগল্প-অতিপ্রাকৃত।
  • অক্ষর কুমার দত্তের ‘চারুপাঠ’ কোন শ্রেণীর রচনা- শিশুপাঠ্য।
  • অচিন্ত্যকুমার সেনগুপ্তের ‘প্রথম কদমফুল’ কোন জাতীয় গ্রন্থ- উপন্যাস।
  • আবুল কালাম শাসুদ্দীনের লেখা প্রবন্ধ কোনটি- দৃষ্টিকোণ।
  • ‘আবে হায়াৎ’ আবুল মনসুর আহমেদের কি জাতীয় গ্রন্থ?- উপন্যাস।
  • কোনটি বুদ্ধিবে বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ?- আমার ছেলেবেলা।
  • মোজাম্মেল হকের উপন্যাস - জোহরা।
  • হাসান হাফিজুর রহমানের সঙ্কলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’ রচিত - ১৯৫৩ সালে।
  • ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন জাতীয় রচনা- রম্যরচনা।
  • ‘কুঁচবরণ কন্যা’ বন্দে আলী মিয়া রচিত- শিশুতোষ গ্রন্থ।
  • সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী- আকাল।
  • সুকুমার রায় রচিত শিশু সাহিত্য- আবোল তাবোল, হ য ব র ল, পাগলা দাশু।
  • স্বর্ণকুমারী দেবী রচিত নাটক- বসন্ত উৎসব।
  • শহীদুল্লাহ কায়সার রচিত ‘ রাজবন্দীর রোজনামচা’ কি জাতীয় গ্রন্থ- স্মৃতিকথা।
  • ‘পদাবলী’র প্রথম কবি ত চন্ডীদাস।
  • কাজী ইমদাদুল হক-এর ‘আবদুল্লাহ’-উপন্যাসের উপজীব্যত তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র।
  • ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছেত জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর।
  • মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ নাটক উপন্যাসের উপজীব্যত জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ।
  • ‘বন্দীর বন্দনা’ বুদ্ধদেব বসুর একটি- কাব্যগ্রন্থ।
  • ‘দুইবোন’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি- উপন্যাস।
  • বুদ্ধদেব বসুর ‘হঠাৎ আলোর ঝলকানি’ একটি- রম্য প্রবন্ধ।
  • দীনবন্ধু মিত্র রচিত ‘সধবার একাদশী’ গ্রন্থটি কোন শ্রেণীর রচনা?- প্রহসন।
  • অপরাজিত’ কোন শ্রেণীর রচনা?-উপন্যাস।
  • শরৎচন্দ্রের ‘নারীর মূল্য’ কোন ধরনের রচনা?-প্রবন্ধ।
  • বিভূতিভূষনের ‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?- প্রকৃতি ও মানুষ।
  • এম আর আখতার মুকুল রচিত ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থটির উপজীব্য বিষয় কি?- ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
  • কবি কায়কোবাদ রচিত ‘অশ্রুমালা’ কোন জাতীয় রচনা?- গীতিকাব্য।
  • আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম।
  • ড. আলাউদ্দিন আল আজাদ রচিত কোন উপন্যাসটি উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত- কর্ণফুলী।
  • মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?- কাবুল।
  • মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের কাহিনীর উৎস কি?- রামায়ণ।
  • মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম তাঁর কোন ধরনের সাহিত্যকর্মে প্রবলভাবে প্রকাশ লাভ করেছে?- সনেটে।
  • ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের- ইরান।
  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের প্রধান উপজীব্য- নিষিদ্ধ পল্লীর জীবনানুভূতি
  • ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেন?- নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী।
  • প্রথম বিয়োগান্ত নাটক- কীর্তিবিলাস।
  • ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো- ব্রিটিশ ভারতের রাজনীতি।
  • কাজী নজরুল ইসলামের ‘বুলবুল’ কি ধরনের গ্রন্থ- গানের বই।

Subject

Bangla