শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন¾ ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, (১৩ ভাদ্র ১২৮৩) ভারতের হুগলিতে।

Ø     তিনি মূলত পরিচিত¾খ্যাতনামা কথাসাহিত্যিক।

Ø     শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম ¾মন্দির।

Ø     তিনি ‘মন্দির’ গল্পের জন্য পুরস্কার লাভ করেন¾ কুন্তলীন পুরস্কার (১৯০৩)।

Ø     ‘ভারতী’ পত্রিকায় যে উপন্যাস প্রকাশিত হলে তাঁর সাহিত্য খ্যাতি ছড়িয়ে পড়ে¾বড়দিদি (১৯০৭)।

  • ‘পথের দাবী’ কী ধরেন উপন্যাস¾রাজনৈতিক উপন্যাস।
  • শরৎচন্দ্র চট্টোপধ্যায়ের ‘বিলাসী’ গল্পটি প্রথম প্রকাশিত হয় ¾ ভারতী পত্রিকায়।
  • বিলাসী গল্পে ন্যাড়া চরিত্রের মধ্যে কার ছায়াপাত ঘটেছে¾ শরৎচন্দ্রের নিজের।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়¾ পথের দাবী।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকাশিত উপন্যাসগুলো¾ পরিণীতা (১৯১৭), বিরাজ বৌ (১৯১৪), পন্ডিত মশাই (১৯১৪), পল্লী সমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), বামুনের মেয়ে (১৯২০), দেনা পাওনা (১৯২৩), পথের দাবী (১৯২৬), শেষ প্রশ্ন (১৯৩১), বিপ্রদাস (১৯৩৫) ইত্যাদি।
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প ¾মহেশ, বিলাসী, সতী, মামলার ফল, মন্দির, অরক্ষণিয়া, মহেশ, রামের সুমতি (১৯১৪), ছবি (১৯২০) ইত্যাদি তাঁর সুখপাঠ্য বড় গল্প।
  • তাঁর প্রবন্ধ গ্রন্থগুলোর নাম ¾ তরুণের বিদ্রোহ (১৯২৯), এবং স্বদেশ ও সাহিত্য (১৯২৩)।
  • তিনি কী কী পুরস্কার লাভ করেন¾  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট (১৯৩৬) উপাধি লাভ।
  • বাংলা সাহিত্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী নামে খ্যাত¾ অপরাজেয় কথাশিল্পী।
  • শরৎচন্দ্রের ‘কুন্তলীন’ পুরস্কার প্রাপ্ত প্রথম গল্প ¾ মন্দির।
  • সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্বদ্যিালয় কবে শরৎচন্দ্রকে ডি.লিট ডিগ্রী প্রদান করেন¾ ১৯৩৬ সালে।
  • ‘স্বদেশ ও সাহিত্য’ কোন জাতীয় রচনা¾ প্রবন্ধ।
  • ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা¾ নাটক।
  • ‘অনুরাধা’ কোন জাতীয় রচনা¾ গল্প।
  • ‘চরিত্রহীন’ শরৎচন্দ্রের  কোন জাতীয় রচনা¾ উপন্যাস।
  • শরৎচন্দ্রের আত্মচরিত্রমূলক গ্রন্থের নাম ¾ শ্রীকান্ত; চার পর্বে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ ও ১৯৩৩।
  • তিনি মৃত্যুবরণ করেন¾ ১৬ জানুয়ারি ১৯৩৮ সালে।

Subject

Bangla