• শহীদুল্লাহ কায়সার জন্মগ্রহণ করেন¾ ১৬ ফেব্রুয়ারি, ১৯২৭; ফেনীতে।
  • তিনি মূলত পরিচিত¾ সাংবাদিক ও সাহিত্যিক।
  • জহির রায়হানের সঙ্গে তাঁর সম্পর্ক ¾ সহোদর ভাই।
  • কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন¾ ১৯৫২।
  • তিনি কোন পত্রিকায় যোগদানের মধ্যদিয়ে সাংবাদিকতার পেশা গ্রহণ করেন¾ সাপ্তাহিক ইত্তেফাক।
  • তিনি কোন শিরোনামে উপসম্পাদকীয় রচনা করেন¾ রাজনৈতিক পরিক্রমা, বিচিত্র কথা।
  • তিনি কোন দুটি উপন্যাস লিখে খ্যাত ¾ সারেং বৌ (১৯৬২), সংশপ্তক (১৯৬২)।
  • ‘রাজবন্দীর রোজনামচা’ নামক তাঁর স্মৃতিকথা কবে প্রকাশিত ¾ ১৯৬২ সালে।
  • তাঁর ভ্রমণবৃত্তান্তের নাম ¾ পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬)।
  • তিনি পুরস্কার লাভ করেন¾ আদমজি পুরস্কার (১৯৬২), বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২)।
  • ‘পেশোয়ার থেকে তাসখন্দ’ শহীদুল্লাহ কায়সারের কোন জাতীয় রচনা¾ ভ্রমণ কাহিনী।
  • ‘রাজবন্দীর রোজনামচা’ কে রচনা করেছেন এবং এটি কোন জাতীয় রচনা¾ শহীদুল্লাহ কায়সার, কারা কাহিনী।
  • ‘সারেং বউ, এবং ‘সংসপ্তক’ কোন জাতীয় রচনা¾ উপন্যাস।
  • তিনি কত সালে কিভাবে মারা যান¾ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর এদেশীয় দোসর আলবদর বাহিনীর  সদস্যগণ তাঁর ঢাকার কায়েতটুলির বাসভবন থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর আর কোন সন্ধান পাওয়া যায় নি।

Subject

Bangla