1.   

জন্ম

২৩ অক্টোবর, ১৯২৯ খ্রিস্টাব্দ।

2.  

জন্মস্থান 

ঢাকার মাহুতটুলিতে।

3.  

মৃত্যু

১৭ আগস্ট, ২০০৬, ২ ভাদ্র ১৪১৩ বাংলা।

4.  

পৈতৃকনিবাস

নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলী গ্রামে।

5.  

পেশা

সাংবাদিকতা।

6.  

ডাকনাম

বাচ্চু

7.  

ডি.লিটিউপাধিতেভূষিতকরে

রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়।

8.  

প্রথমকাব্যগ্রন্থ

প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)।

9.  

কাব্যগ্রন্থ

জীবিত থাকাকালীন তাঁর ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে:- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০), রৌদ্র করোটিতে (১৯৬৩), বিধবস্ত নীলিমা (১৯৬৭), বন্দী শিবির থেকে (১৯৭২), এক ধরনের অহংকার (১৯৭৫), শূন্যতায় তুমি শোকসভা (১৯৭৭), বাংলাদেশ ¯^cœ দ্যাখে (১৯৭৭), উদ্ভট উঠের পিঠে চলছে ¯^‡`k (১৯৮২), যে অন্ধ সুন্দরী কাঁদে (১৯৮৪), অবিরল জলাভূমি (১৯৮৬), এক ফোঁটা কেমন অনল (১৯৮৬), বুক তাঁর বাংলাদেশের হৃদয় (১৯৮৮), হরিণের হাড় (১৯৯৩), উজাড় বাগানে (১৯৯৫), হেমন্ত সন্ধ্যায় কিছুকাল (১৯৯৭), সৌন্দর্য আমার ঘরে (১৯৯৮), ¯^‡cœ ও `yt¯^‡cœ বেঁচে আছি (১৯৯৯), শুনি হৃদয়ের ধ্বনি (২০০০), হৃদপদ্মে জ্যোৎস্না দোলে (২০০১), ভষ্মসতূপে গোলাপের হাসি (২০০২), ভাঙাচোরা চাঁদ মুখ কালো করে ধুঁকছে (২০০৩), কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে (২০০৪), গোরস্থানে কোকিলের করুণ আহবান (২০০৫), অন্ধকার থেকে আলোয় (২০০৬), না বাস্তব না `yt¯^cœ (২০০৬)।

  1.  

উপন্যাস

মোট ৪টি উপন্যাস লিখেছেন: অক্টোপাস (১৯৮৩), অদ্ভুত আঁধার এক (১৯৮৫), নিয়ত মন্তাজ (১৯৮৫), এলো সে অবেলায় (১৯৯৪)।

  1.  

প্রবন্ধ

আমৃত্যু তাঁর জীবনানন্দ (১৯৮৬), কবিতা এক ধরনের আশ্রয় (২০০২)।

  1.  

গ্রল্প

শামসুর রাহমানের গল্প।

  1.  

শিশু-কিশোরসাহিত্য

এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দিবো।

  1.  

আত্মস্মৃতি

কালের ধুলোয় লেখা (২০০৪), স্মৃতির শহর (১৯৭৯)।

  1.  

অনুবাদসাহিত্য

রবার্ট ফ্রস্টের কবিতা, খাজা ফরিদের কবিতা, উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট।

Subject

Bangla