• শওকত ওসমান জন্মগ্রহণ করে¾১৯১৭ সালের ২ জানুয়ারি, ভারতের হুগলি।
  • শওকত ওসমানের প্রকৃত নাম¾ শেখ আজিজুর রহমান।
  • তিনি মূলত পরিচিত¾ কথাসাহিত্যিক।
  • শওকত ওসমানের প্রকাশিত প্রধান গ্রন্থ¾ প্রবন্ধঃ সংস্কৃতির চড়াই উৎরাই (১৯৮৫), মুসলিম মানসের রূপান্তর (১৯৮৬)। উপন্যাসঃ ক্রীতদাসের হাসি (১৯৬২), সমাগম (১৯৬৭), চৌরসন্ধি (১৯৬৮), রাজা উপাখ্যান (১৯৭০৯), জাহান্নাম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), পতঙ্গ পিঞ্জুর (১৯৮৩), রাজসাক্ষী (১৯৮৫), জলাংগী (১৯৮৬), পুরাতন খঞ্জুর (১৯৮৭)। গল্পঃ পিঁজরাপোল (১৩৫৮), পুনা আপা ও  অন্যান্য গল্প (১৩৫৯), প্রস্তর ফলক (১৯৬৪), উভশৃঙ্গ (১৩৭৫), ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী (১৯৯০) ইত্যাদি। নাটকঃ আমলার মামলা (১৯৪৯), তস্কর ও লস্কর (১৯৫৩), বাগদাদের কবি (১৩৫৯),  পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা (১৯৯০)। শিশুতোষঃ ওটেন সাহেবের বাংলো (১৯৪৪), তারা দুই জন (১৯৪৪), ক্ষুদে সোশালিস্ট (১৯৭৩)।
  • শওকত ওসমানের ১৯৪৬ সালে দৈনিক আজাদের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়¾ উপন্যাস ‘বনি আদম’।
  • গ্রন্থাকারে প্রকাশিত তাঁর প্রথম পুস্তক¾ জননী (১৯৬১)।
  • তিনি পুরস্কার লাভ করেন¾ বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬), একুশে পদক (১৯৮৩), ফিলিপস পুরস্কার (১৯১১)।
  • কোন গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয়¾ ক্রীতদাসের হাসি।
  • কোন গ্রন্থের জন্য তিনি ফিলিপস পুরস্কার লাভ করেন¾ ঈশ্বরে প্রতিদ্বন্দ্বী গল্পগ্রন্থের জন্য।
  • শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস ¾ ক্রীতদাসের হাসি। প্রতীকশ্রয়ী উপন্যাস।
  • শওকত ওসমানের প্রথম উপন্যাস¾ বনি আদম (১৯৪৩)।
  • জননী ও ক্রীতদাসের হাসির ইংরেজি অনুবাদ কোথা থেকে প্রকাশিত হয়¾ ওমসান জামালকৃত জননী (ইংরেজিতেও একই নাম রাখা হয়েছে) অক্সফোর্ড (১৯৯৩) ও কবীর চৌধুরীকৃত এ শ্লেভ লাফস (১৯৭৬) দিল্লি থেকে প্রকাশিত হয়।
  • ‘টাইম মেশিন’ শওকত ওসমানের কোন জাতীয় রচনা¾ অনুবাদ গ্রন্থ।
  • শওকত ওসমানের তিনটি গল্প গ্রন্থের নাম ¾ ‘প্রস্তর ফলক’, সাবেক কাহিনী এবং ‘জুনু আপা ও অন্যান্য গল্প’।
  • শওকত ওসমানের কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম করুন¾  বনি আদম, জননী, ক্রীতদাসের হাসি ইত্যাদি।
  • ক্রীতদাসের হাসি কোন জাতীয় রচনা ¾ প্রতীকধর্মী ঐতিহাসিক উপন্যাস। ১৯৬৬ সালে প্রকাশিত।
  • ‘আমলার মামলা’ এবং ‘করের মনি’ কোন জাতীয় রচনা¾ নাটক।
  • ‘ওয়েটন সাহেবের বাংলা’ কোন জাতীয় রচনা¾ কিশোর গ্রন্থ, শওকত ওসমান।
  • তিনি মৃত্যুবরণ করেন¾ ১৯৯৯ সালে।

Subject

Bangla