Ø   ‘বাংলাদেশ’ কবিতায় কোন ধানের উল্লেখ আছে?- আমন ধান।

Ø   ‘বাংলাদেশ’ কবিতায় কোন কোন গ্রন্থের উল্লেখ আছে?- কোরআন, পুরাণ।

Ø   ‘বাংলাদেশ’ কবিতায় কোন কোন বাদ্যযন্ত্রের উল্লেখ আছে?- ঢাক-ঢোল, সানাই।

Ø   ‘বাংলাদেশ’ কবিতায় কোন উৎসবের উল্লেখ আছে?- পুণ্যাহ।

Ø   অমিয় চক্রবর্তী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব।

Ø   অমিয় চক্রবর্তী লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

Ø   ‘ওরা কারা বুনো দল ঢোকে' ? এই চরণটি ‘বাংলাদেশ’ কবিতার দ্বিতীয় স্তবকে রয়েছে।

Ø   ‘বাংলাদেশ’ কবিতাটির প্রথম স্তবকের ভাবস্তুতে ফুটে উঠেছে আবহমান বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, রূপময় প্রকৃতি, অসামপ্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও জনজীবন।

Ø   ‘চিরদিন বাংলাদেশ’- এই চরণটি ‘বাংলাদেশ’ কবিতার প্রথম
স্তবকে রয়েছে।

পরে

Ø   সমবায়ী সভ্যতার ভাষা হল- বাংলা ভাষা।

Ø   পাপাশ্রয়ী ও পরজীবী বলা হয়েছে - পাকিস্তানী সেনাদের।

Ø   ‘ওরা কারা বুনো দল ঢোকে’, এখানে, ওরা বলতে- পাকিস্তানী হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে।

Ø   পুণ্যাহ হল- একটি নববর্ষের অনুষ্ঠান।

Ø   “বাংলার বাঙালি তত জানে জন্মমৃত্যুর বন্ধনে অভিন্ন আপন সত্তা।” এখানে ইঙ্গিত করা হয়েছে- বাঙালির অপরাজয়তাকে।

Ø   দেশ অনন্ত অক্ষয় মূর্তি জাগে'- এই চরণটি ‘বাংলাদেশ’ কবিতার চতুর্থ স্তবকে রয়েছে।

Ø   সান্ত্রী কাপুরুষ বলা হয়েছে- পাকিস্তানী সেনাদের।

Ø   কোটি মানুষের ‘বাংলাদেশ’ কবিতায় কোন কোন নদীর উল্লেখ আছে ?-যমুনা, পদ্মা।

Ø   ‘বাংলাদেশ’ কবিতায় কোন কোন ফলের উল্লেখ আছে ?-আম, জাম, নারিকেল।

Ø   ‘বাংলাদেশ’ কবিতায় কোন কোন পেশাজীবীর উল্লেখ আছে?- মাঝি, তাতী।

Ø   বাংলাদেশ-ধ্বংস-কাব্যে জানে না পৌঁছল জাহান্নামে এ জন্মেই।

পরে

Ø   বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে।

Ø   ‘বাংলাদেশ’ কবিতার শেষ চরণ কোনটি?- বাংলাদেশ অনন্ত অক্ষত মুর্তি জাগে।

Ø   ‘বাংলাদেশ’ কবিতাটি ১৮ মাত্রার প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রতি চরণে দুটি পর্ব-৮+১০।

Ø   গড়েছে আত্মীয় পল্লী - নানা সমপ্রদায়ের বসতি যে সব গ্রামকে অভিন্ন আত্মিক বন্ধনে বেঁধেছে বাংলা ভাষা।

Ø   আর্ত গৃহস্থালি - মৃত্যুর আতঙ্কের মুখে সদা সন্ত্রস্ত হয় পারিবারিক জীবন।

Ø   সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী

       কোরানে পুরাণে শিল্পে, পালা-পার্বণের ঢাকে ঢোলে।

Ø   ওরা কারা বুনো দল ঢোকে

      এরি মধ্যে (থামাও, থামাও), স্বর্ণশ্যাম বুক ছিঁড়ে।

Ø   ঘেরে আর্ত গৃহস্থালি, চতুর্গুণ হিন্দু মুসলমান

       বাংলার বাঙালি তত জানে জন্মমৃত্যুর বন্ধনে

       অভিন্ন আপন সত্তা।

Subject

Bangla