ultra

আলট্রা-ভায়োলেট রশ্মি :
১)    সূর্য হতে নিঃসৃত হয়।
২)    তরঙ্গদৈর্ঘ্য বেগুনি আলোর চেয়ে কম।
৩)    তরঙ্গদৈর্ঘ্য ১০ ন্যানো মিটার থেকে ৪০০ ন্যানো মিটারের মধ্যে হয়ে থাকে।
ক্ষতিকর দিক:
১)    চর্ম ক্যান্সার হতে পারে।
২)    দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
৩)    চোখে ছানি পড়ে অন্ধত্ব হতে পারে।
৪)    খাদ্যশস্য নষ্ট হয়, বীজের ক্ষমতা নষ্ট হয়।
৫)    জীবগজতের অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে।

Subject

Physics