আর্কিমিডিস ছিলেন একজন প্রাচীন গ্রীক গণিতবিদ। তিনি ২৮৭ খ্রিষ্টপুর্বাব্দে গ্রীসের সিসিলি দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি ধাতুর ভেজাল নির্ণয়ের সুত্র আবিস্কার করেন।এটি প্লবতা সূত্র নামে পরিচিত পরিচিত। গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মিকে কেন্দ্রীভুত করে আগুন ধরানোর কৌশল আবিস্কার করেন। এ কৌশল গ্রিকরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে। তিনি জ্যামিতি ও বলবিদ্যা বিষয়ক কিছু তত্ত্ব ও সূত্র আবিষ্কার করেন।

Subject

International