মেঘে বৃষ্টি হয় না................................. অপাদানে ৭মী।

আমার বাড়ি থেকে আজানের ধ্বনি শোনা যায়... অপাদানে ৫মী।

মীনার চেয়ে নীলা বড়............................. অপাদানে ৫মী।

পড়ায় বিরত হয়ো না............................... অপাদানে ৭মী।

এই গ্রামে সাপের ভয় দেখা দিয়াছে................ অপাদানে ৬ষ্ঠী।

পাপে বিরত হও..................................... অপাদানে ৭মী।

পাপী পশুর অধম.................................... অপাদানে ৬ষ্ঠী।

পাপ হইতে পূণ্য পৃথক.............................. অপাদানে ৫মী।

আমি কি ডরাই কভু ভিখারী রাঘবে............... অপাদানে ৭মী।

কত ধানে কত চাল, সে আমি জানি............... অপাদানে ৭মী।

সারা দুপুর দোকান পালিয়ে কোথা ছিলি.......... অপাদানে শূন্য।

সব ঝিনুকে মুক্তা মিলেনা.......................... অপাদানে ৭মী।

যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়.............. অপাদানে ৬ষ্ঠী।

কাননে কুসুমকলি সকলি ফুটিল।.................. অধিকরণে ৭মী।

দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে এই বেলা শোন.......... সম্বন্ধে ৬ষ্ঠী; অধিকরণে শূন্য।

অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনুঝুনু রবে-.............. অধিকরণে ৭মী কর্তায় শূন্য

সন্ন্যাসী গায়ে লাগিতে চরণ থামিল...................... অধিকরণে ৭মী, কর্তায় শূন্য

পাতায় পাতায় পড়ে নিশির শিশির......................... অধিকরণে ৭মী।

করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ঘুরি....... অধিকরণে শূন্য; অপাদানে শূন্য।

এ বৎসর ভাল ফসল জন্মিয়াছে.................... অধিকরণে শূন্য।

ছেলেরা ছাদ থেকে ঘুড়ি উড়াচেছ.................. অধিকরণে ৫মী।

বইখানি ঘরেই ছিল................................. অধিকরণে ৭মী।

সমুদ্রে লবণ আছে.................................... অধিকরণে ৭মী।

সরোবরে পদ্ম জন্মে................................. অধিকরণে ৭মী।

একদিন পাপের ফল ফলিবে....................... অধিকরণে শূন্য।

প্রাসাদ হইতে তাহাকে ডাকিলাম.................. অধিকরণে ৫মী।

আমি শনিবার ঢাকা যাবো........................ অধিকরণে শূন্য ।

রাতে তারা দেখা যায়............................... অধিকরণে ৭মী।

বসন্তে নানা রকমের ফুল ফোটে.................... অধিকরণে ৭মী।

সে বাড়ি নাই......................................... অধিকরণে শূন্য।

তুমি কি ময়মনসিংহ যাইবে ..................... অধিকরণে শূন্য।

গুন্ডারা পথিকের মাথায় লাঠি মারিয়াছে........... অধিকরণে ৭মী।

একা যাব বর্ধমান করিয়া যতন.................... অধিকরণে শূন্য।

শুক্রবার স্কুল বন্ধ থাকে............................. অধিকরণে শূন্য।

আজকে আমার যাওয়া হবে না..................... অধিকরণে ২য়া।

জাহাজ হইতে দেখিলাম........................... অধিকরণে ৫মী।

লঙি এ সিন্ধুর প্রলয়ের নৃত্যে............. অধিকরণে ৬ষ্ঠী, কর্মে ৭মী।

নদীতে এখন জোয়ার আসিবে...................... অধিকরণে ৭মী।

কলসীটা কানায় কানায় ভরিয়া গিয়াছে.......... অধিকরণে ৭মী।

বৎসর বড়ই বিপদ............................... অধিকরণে শূন্য।

ঘরকে যাও........................................... অধিকরণে ২য়া।

বইটি ঘরেই আছে................................... অধিকরণে ৭মী।

জলে কুমির, ডাঙায় বাঘ............................ অধিকরণে শূন্য।

তিন রাত তার ঘুম হয়নি.......................... অধিকরণে শূন্য।

সূযোর্দয়ে অন্ধকার দূর হইল........................ অধিকরণে ৭মী।

সময় তার দেখা মেলা ভার....................... অধিকরণে শূন্য।

ভোর সূর্য ওঠে........................................ অধিকরণে ৭মী।

আজ হবে না কাল এসো............................. অধিকরণে শূন্য।

রবিবার স্কুল বন্ধ থাকে না........................ অধিকরণে শূন্য।

বাড়ি যাও............................................ অধিকরণে শূন্য।

একদিন যাবো....................................... অধিকরণে শূন্য।

দরজায় হাতি বাঁধা আছে........................... অধিকরণে ৭মী।

বাদুড় দিনে ঘুমায়................................... অধিকরণে শূন্য।

ছায়ায় বস............................................ অধিকরণে ৭মী।

প্রাতঃকালে ভ্রমণ করিবে.......................... অধিকরণে ৭মী।

ফলে না সকল বৃক্ষে সমধুর ফল.................... অধিকরণে ৭মী।

অতিবড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ................. অধিকরণে ৭মী।

বিদ্যালাভে যত্ন কর................................. অধিকরণে ৭মী।

ঘরেতে ভ্রমর এল গুনুগুনিয়ে    অধিকরণে ৭মী

Subject

Bangla