তোমার মহিমা যেন জ্বলন্ত অক্ষরে লেখা.......... করণে ৭মী।

আকাশ মেঘে ঢাকা.................................. করণে ৭মী।

তোমার দুঃখে শিয়াল কুকুর কাঁদিবে.............. করণে ৭মী।

ব্যাপারটি তিন দিনে মিটিয়া গেল................. করণে ৭মী।

দুই দন্ডে চলে যায় দু‘দিনের পথ.................... করণে ৭মী।

দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে করণে ৭মী।

ব্যবহারেই ইতর-ভদ্র চেনা যায়.................... করণে ৭মী।

সে চোখে-মুখে কথা বলে........................... করণে ৭মী।

মাংস আগুনে সিদ্ধ কর............................. করণে ৭মী।

সে কানে শোনে না................................... করণে ৭মী।

সে পীড়ায় দুর্বল হয়ে পড়েছে....................... করণে ৭মী।

পাখিকে তীর মারো.................................. করণে শূন্য।

মদে তাহার সর্বনাশ হইয়াছে........................ করণে ৭মী।

শ্রম বিনা ধনলাভ হয় না........................... করণে শূন্য।

উদ্যম বিহনে কার পুরে মনোরথ.................. করণে শূন্য।

আগুনে সেক দাও.................................... করণে ৭মী।

জটাতে তাপস চিনি................................. করণে ৭মী।

ধর্মের কল বাতাসে নড়ে............................ করণে ৭মী।

একদা প্রভাতে ভানুর ‘প্রভাতে’ ফুটিলে কমলগুলি......... করণে ৭মী।

এ যে লেজে খেলায়.................................. করণে ৭মী।

সর্বশিষ্যে জ্ঞান দেন গুরুমহাশয়.................... সম্প্রদানে৭মী।

না মরে পাষাণ বাপ দিলা হেন বরে................ সম্প্রদানে ৭মী।

প্রিয়জনের যাহা দিতে পাই, তাই দিই দেবতারে.......... সম্প্রদানে ৭মী; সম্প্রদানে ৪র্থী।

তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে..... সম্প্রদানে ৭মী।

অন্ধজনে দয়া কর................................... সম্প্রদানে ৭মী ।

সকল কর্মফল ভগবানে অর্পণ কর................. সম্প্রদানে ৭মী।

সৎপাত্রে কন্যাদান করিও........................... সম্প্রদানে ৭মী।

সৈন্যদল যুদ্ধে যাইতেছে............................. সম্প্রদানে ৭মী।

দরিদ্র ধনীকে ঈর্ষা করে............................. সম্প্রদানে ৪র্থী।

পূজিয়ে দেবতাগণে................................. সম্প্রদানে ৭মী।

তারা তীর্থে যাত্রা করল.............................. সম্প্রদানে ৭মী।

মৃতজনে দেহ প্রাণ................................... সম্প্রদানে ৭মী।

আমায় একখানা বস্ত্র দাও........................... সম্প্রদানে ৭মী।

চিররোগী কি আশায় বাঁচে.......................... সম্প্রদানে ৭মী।

গত বিষয়ের জন্য শোক করিও না............... সম্প্রদানে ৬ষ্ঠী।

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু....................... সম্প্রদানে ৬ষ্ঠী।

শুধু বৈকুন্ঠের তরে নহে বৈষ্ণবের গান............. সম্প্রদানে ৬ষ্ঠী।

পরীক্ষা আসিলে তাই চোখে জল ঝরে............. অপাদানে ৭মী।

বিপদে মোরে রক্ষা করো........................... অপাদানে ৭মী।

তোমার চেয়ে বড় বন্ধু আমার নাই............... অপাদানে ৫মী।

চোরের মুখ দিয়ে রক্ত পড়ছে...................... অপাদানে ৩য়া।

সরিষা হইতে তৈল হয়............................. অপাদানে ৫মী।

তিলে তৈল হয়...................................... অপাদানে ৭মী।

ধর্ম হইতে বিচলিত হইও না....................... অপাদানে ৫মী।

জলে বাষ্প হয়....................................... অপাদানে ৭মী।

লোভে পাপ, পাপে মৃত্যু......................... অপাদানে ৭মী করণে ৭মী।

হামিদ ওদের বাড়ি খেয়ে এসেছে................... অপাদানে শূন্য।

লোকমুখে শুনা যায়................................. অপাদানে ৭মী।

মেঘে বৃষ্টি হয়........................................ অপাদানে ৭মী।

চোরের ভয়ে ঘুম আসে না.......................... অপাদানে ৬ষ্ঠী।

সুখের চেয়ে শান্তি ভাল............................. অপাদানে ৫মী।

সর্বভূতে ধন দাও.................................... সম্প্রদানে ৭মী।

প্রভাতে উঠিল রবি লোহিত বরণ................... অধিকরণে ৭মী।

আমাদের ছাদে পানি পড়ে.......................... অপাদানে ৭মী।

পরের মুখে শেখা বুলি............................... অপাদানে ৭মী।

দুধে ছানা হয়......................................... অপাদানে ৭মী।

বড় দুঃখে আপনার শরণ লইয়াছি.................. অপাদানে ৭মী।

উর্মি কখন ঢাকা ছাড়ে............................... অপাদানে শূন্য।

সাগরে মুক্তা মিলে................................... অপাদানে ৭মী।

বাঘের ভয়ে রাতে ঘর থেকে বের হওয়া যায় না... অপাদানে ৬ষ্ঠী।

Subject

Bangla