*      হুজুর না খেয়ে মরে যাবে। কে, কাকে বলেছে?

        উত্তর: রহিম, নায়েব কে।

*      মেয়ে নয়, মদ নয়, টাকা আমি টাকা চাই, টাকা- উক্তিটি কার?

        উত্তর: জমিদার সিরাজ আলীর।

*      তোমারে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়ব। কে, কাকে, এ উক্তিটি করেছে ? উত্তর: জমিদার সিরাজ আলী, ফজুকে।

        আমার বোঝা আমি বুঝে নিয়েছি। কার উক্তি, কাকে উদ্দেশ্য করে?

        উত্তর: আবু মোল্লার, পাঠককে উদ্দেশ্য করে।

*      চাষার ছেলে হবে এক চাষা। কে, কাকে একথা বলেছে ?

        উত্তর: নুরুন্নেহার, ¯^vgx আবুকে।

*      দে চারটা ভিক্ষেদে আর দুয়ারে যাই। কে কাকে দিতে বলেছে ?

        উত্তর: কলটানা নারী কৃষ্ণমনি, নুরুনকে।

*      তোর এই রূপের ডালি সে কি চাষার ঘরের জিনিস। কে কাকে একথা বলেছে ?

        উত্তর: কৃষ্ণমণি, নরুনকে।

*      এগুলোর শরীরে যে গোস্ত পিন্ড লেগে আছে সেগুলোন মানুষের গোস্ত না। এটি কার উক্তি?

        উত্তর: জমিদার সিরাজ আলীর।

*      কিন্তু আমার মধ্যে হায়ওয়ান আলী বাস করছে। আমি জানুয়ার উক্তিটি কার ?

        উত্তর: ছোট জমিদার মেরাজ আলীর।

*      যার সিন্দুকে গাদা গাদা টাকা আছে দারোগা তোর তার কুটুম উক্তিটি কার ?

        উত্তর: নুরন্নেহারের।

*      তোমাদের দুইটাকে একই বস্তাতে ভরে পায় পদ্মার স্রোতে ভাসিয়ে দেব। কে, কাকে ভাসিয়ে দেবে ?

        উত্তর: ছোট জমিদার, জিতু মোল্লা ও হরিদাসকে।

Subject

Bangla