bikriya

নিউট্রন দ্বারা একটি ভারী পরমাণুর(পারমাণবিক সংখ্যা ৮০ এর উপরে) নিউক্লিয়াসকে আঘাত করলে কয়েকটি নিউট্রনের উপৎপত্তি হয়। এদের গৌণ নিউট্রন বলে। এরা প্রত্যেকে আরও নিউক্লিয়াসকে আঘাত করে এবং আরও নিউট্রন উৎপন্ন করে। এভাবে পরমাণুর ফিশন সংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে এবং পর্যায়ক্রমে শৃঙ্খলের মত এ প্রক্রিয়া চলতে থাকে। এ ধরনে ফিশন বিক্রিয়াকে শৃঙ্খল বিক্রিয়া বলে।

Subject

Chemistry