arthur

১৯০৮ সালে জার্মান রসায়নবিদ ফিট্রজ হেবার (জন্ম-১৮৬৮, মৃত্যু-১৯৩৪) পাশের যন্ত্র ব্যবহার করে প্রথম অ্যামেনিয়া প্রস্তুত করেন এবং এর পাঁচ বছর পর কার্ল বোস(জন্ম-১৮৭৪, মৃত্যু-১৯৪০) অ্যামোনিয়ার শিল্পোৎপাদন পদ্ধতি আবিষ্কার করেন। তিনি উচ্চচাপ  ও তাপমাত্রায় অ্যামোনিয়া প্রস্তুতির রিঅ্যাক্টর তৈরি করেন। বোসও ছিলেন একজন জার্মান রসায়নবিদ। বর্তমানে হেবার-বোস পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদন করা হয়।

Subject

Chemistry