soap

সাবান হল উচ্চতর জৈব এসিডের সোডিয়াম/পটাশিয়াম লবণ। অন্যদিকে ডিটারজেন্ট হলো হাইড্রোকার্বনের সালফোনিক এসিডের সোডিয়াম লবণ। সাবান ও ডিটারজেন্ট উভয়ের প্রস্তুতিগত ও কার্যকারিতার ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। প্রাকৃতিক পদার্থ চর্বি, তেল প্রভৃতি থেকে সাবান প্রস্তুত করা হয় এবং সিনথেটিক পদার্থ থেকে ডিটারজেন্ট প্রস্তুত করা হয়। খর পানিতে সাবান ফেনা তৈরি করে না, কিন্তু ডিটারজেন্ট উত্তম ফেনা তৈরি করে। তৈলাক্ত ময়লা সাবানের তুলনায় ডিটারজেন্ট ব্যবহারে দ্রুত পরিষ্কার করা যায়।

Subject

Chemistry