mendelif

জন্ম-১৮৩৪, মৃত্যু ১৯০৭। রাশিয়ান স্কুল শিক্ষক ডিমিট্রি মেন্ডেলিফ, পরিচিত সকল মৌলসমূহের তথ্য সংগ্রহ করে প্রত্যেক মৌলকে আলাদা আলাদা কার্ডে লিপিবদ্ধ করেন। তারপর তিনি মৌলগুলোর কার্ডকে আণবিক ভর অনুসারে সাজিয়ে পর্যায় সারণি আবিষ্কার করেন। তিনি মৌলসমূহের ভরের সঙ্গে তাদের ধর্মের পর্যায়ক্রমিক আবর্তনকে একটি সূত্রের সাহায্যে প্রকাশ করেন। একে মেন্ডেলিফের পর্যায় সূত্র বলা হয়। মেন্ডেলিফের পর্যায় সূত্রটি নিুরূপ-
“মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়।” এই আবিষ্কারের জন্য মেন্ডেলিফকে পর্যায় সারণিক জনক বলা হয়। তবে এ সূত্রে বড় একটি ত্রুটি রয়েছে।
 

Subject

Chemistry