ডেটা ও ইনফরমেশনের মধ্যে পার্থক্য
১. Datum শব্দের বহুবচন হল ডেটা যার অর্থ Fact,কোন ধারণা(Idea), বস্তু (object), শর্ত (condition), অবস্থা(situation) ইত্যাদির ফ্যাক্ট, চিত্র বা বর্ণনা ডেটার অন্তর্ভুক্ত। অন্যদিকে, ইনফরমেশন বা তথ্য মানে সুশ্খৃলভাবে সাজানো ডাটা যা সহজবোধ্য, কার্যকর ও ব্যবহারযোগ্য।
২.    ডেটা তথ্যের ক্ষুদ্রতম একক, ডেটাকে প্রসেস করে ইনফরমেশন পাওয়া যায়।
৩.    ডেটা পুরোপুরি কোন ভাবার্থ প্রকাশ করে না, ইনফরমেশন ভাবার্থ প্রকাশ করে যা ব্যবহারকারী বুঝতে পারে।

ডেটা প্রসেসিং
ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমেই ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করা হয়। প্রয়োজনীয় বিশ্লেষণ, বিন্যাস ইত্যাদির মাধ্যমে ডেটাকে অর্থপূর্ণ তথ্যে বা ইনফরমেশনে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় ডেটা প্রসেসিং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইনফরমেশন পাওয়ার জন্য ডেটাকে প্রসেস করার প্রয়োজন হয়। তাছাড়া  ডেটা প্রি-প্রসেসিং, পরিচ্ছন্নকরণ, সমন্বয়করণ, পরিবর্তন, লঘুকরণ, ডেটা কোডিং ডেটার সত্যতা নির্ধারণ ও বৈধতা যাচাই ও ডেটা প্রসেসিং এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

Web Browsing সফট্ওয়্যারে ব্যবহৃত বিভিন্ন শব্দ
http : hyper text transfer protocol.
URL : Uniform Resource Locator.
Web Page : সার্ভারে রাখা ফাইল।
Home Page : কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নিজস্ব
Search : কোন কিছু খোজাই
Book Mark : Book Mark হচ্ছে একটি Web Page এর লিষ্ট
Reload/Refresh : যে Web Page এর ডেটা অনবরত পরিবর্তন হয়, সে সকল Web Page পড়ার সময় মাঝে কোন পরিবর্তন হয়েছে কিনা তা জানার কমান্ড।
Stop : ডাউনলোড বন্ধ করার কমান্ড।

Subject

Information Technology