Central Processing Unit  বা সিপিইউ
কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে থাকে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা সিপিইউ’র উপর নির্ভরশীল। এটি কম্পিউটারের সকল প্রকার কাজ নিয়ন্ত্রণ করে। সিপিইউ এ্যাম্পিকেশন প্রোগ্রামগুলোর কাজ সম্পাদনা করা ছাড়াও স্মৃতি, ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর কাজ নিয়ন্ত্রণ করে থাকে। বড় কম্পিউটারে এক বা একাধিক সার্কিট বোর্ডে কয়েকটি মাইক্রোপ্রসেসর এবং অন্যান্য সমন্বিত সার্কিটের সমন্বয়ে সিপিইউ গঠিত হয়। ‘সিপিইউ’ কম্পিউটারের ‘ব্রেইন’ ও ‘হৃদপিণ্ড’ স্বরুপ।
সিপিইউ কি কি অংশ নিয়ে গঠিত?
সিপিইউ তিনটি অংশ নিয়ে গঠিত-
১.    নিয়ন্ত্রণ অংশ বা কন্ট্রোল ইউনিট বা CU
২.    গাণিতিক যুক্তি অংশ বা ALU
৩.    প্রধান স্মৃতি অংশ বা ALU MMU
সিপিইউ এর কাজ
১.    কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করে।
২.    মেমরি থেকে ডাটা ও ইন্সট্রাকশন প্রদান করে এবং ইন্সট্রাকশন ডিকোড করে।
৩.    গাণিতিক বা যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করে।
৪.    মেমরিতে সংরক্ষিত প্রোগ্রামগুলো নির্বাহ করে।
৫.    ইনপুট ও আউটপুট অংশগুলোর সাথে সমন্বয় সাধন করে।

Subject

Information Technology