♦ মাউস একটি ইনপুট ডিভাইস।

♦ এটি দেখতে অনেকটা ইঁদুরের মত। এজন্য এর মাউস নামকরণ করা হয়েছে।

♦ ইঁদুরের লেজের মত একটি তার দিয়ে এটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে।

♦ মাউসে বসানো বোতামে টিপে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়।

♦ মাউসের তিনটি বোতাম থাকে: রাইট, লেফট ও স্ক্রলবার।

♦ মাউস দিয়ে ক্লীক, ড্রাগ ও সিলেক্ট করা যায়।

Subject

Information Technology