hard

হার্ডওয়্যার :
কোন কম্পিউটার ব্যবস্থায় সকল ভৌত যন্ত্রপাতি ও ডিভাইস, কী বোর্ড, প্রিন্টার, মনিটর ইত্যাদিকে একত্রে বলে হার্ডওয়্যার বা যান্ত্রিক সরঞ্জাম। হার্ডওয়্যার হাত দিয়ে স্পর্শ করা যায়। এটি তিনভাগে বিভক্ত-
১.    ইন্পুট : প্রোগ্রাম বা ডাটা গ্রহণকারী কম্পিউটারের অংশ।
২.    সিপিইউ : কম্পিউটারের সকল কার্যক্রম । সিপিইউ আবার তিনভাগে বিভক্ত-গাণিতিক যুক্তি একক, নিয়ন্ত্রন ইউনিট, স্মৃতি।
৩.    আউটপুট : প্রক্রিয়াকরণের পর ফলাফল পাওয়ার অংশ।
 সফটওয়্যার :
সফটওয়্যার বলতে বুঝায় কোন নির্দিষ্ট কম্পিউটারের সকল ধরনের প্রোগ্রাম। এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে। এটি বর্তমানে কম্পিউটার সিস্টেমের সবচেয়ে ব্যায় বহুল অংশ। এটি দুই ধরনের-
১)    Operating System বা  System SoftWare.
২)    Application Programme.
অপারেটিং সিস্টেম :
কম্পিউটারের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম হচ্ছে ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অভ্যন্তরে হার্ডওয়্যার বা এপ্লিকেশন প্রোগ্রামগুলোর মধ্যে কাজের সমন্বয় সাধন করে সমগ্র কাজ পরিচালনার জন্য তৈরি প্রোগ্রাম বা সফটওয়্যার।

Subject

Information Technology