omr

OMR –এর পূর্ণরুপ হচ্ছে Optical Mark Reader এটি এমন একটি যন্ত্র বা পেন্সিল বা কালির দাগ বুঝতে পারে। পেন্সিলের দাগ বোঝা যায় পেন্সিলের সীসের উপাদান গ্রাফাইটের বৈদ্যুতিক পরিবাহিতা বিচার করে। বিশেষ ব্যবস্থার সাহায্যে এই দাগগুলো তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটায়, যার ফলে কম্পিউটার দাগের অস্তিত্ব বুঝতে পারে। সাধারণ নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারী ইত্যাদি ক্ষেত্রে এ যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। যেমন- SSC পরীক্ষায় MCQ মূল্যায়নে OMR পদ্ধতি ব্যবহার করা হয়।

Subject

Information Technology