• এটি এক প্রকার সহায়ক স্মৃতি। পাতলা ধাতব পাতের সমন্বয়ে এটি গঠিত। ধাতব পাতের পৃষেষ্ঠর এককেন্দ্রিক বৃত্ত যেখানে ডাটা সংরক্ষিত হয় তাকে ট্র্যাক বলে।
  • আশির দশকে এর ব্যবহার শুরু হয়। এটি দীর্ঘমেয়াদী তথ্য উপাত্ত সংরক্ষণের নির্ভরযোগ্য মাধ্যম।
  • এটি একটি দ্রুতগতি সম্পন্ন ষ্টোরেজ ডিভাইস।
  • বৃহত্তর ধারণ ক্ষমতার কারণে পিসি কম্পিউটারে সহায়ক স্মৃতি হিসেবে এটি বহুল প্রচলিত।
     এর ধারণ ক্ষমতা গিগাবাইট থেকে কয়েক টেরাবাইট পর্যন্ত হতে পারে।
  • হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট।

Subject

Information Technology