web page

যে কোন তথ্য ধারণ করার জন্য ধারক (যেমন: কাগজ, বই, পত্রিকা ইত্যাদি) প্রয়োজন। ইন্টারনেটে বা ভার্চুয়াল জগতে যে ধারকে তথ্য জমা থাকে, তাকে বলা হয় ওয়েব পেইজ (Web page)। ইন্টারনেটে কোটি কোটি ওয়েব পেইজ রয়েছে। প্রোগ্রাম লিখে এই ওয়েব পেইজ তৈরি করা হয়। ওয়েব পেইজে তথ্য খোঁজার জন্য আছে “সার্চ ইঞ্জিন” (Search Engine)। এর সাহায্যে যেকোন বিষয়ে তথ্য খুঁজে পাওয়া সম্ভব। গুগল(Google) এবং ইয়াহু (Yahoo) বিখ্যাত দুটি সার্চ ইঞ্জিন।

Subject

Information Technology