এল নিনো একটি স্প্যানিশ শব্দ- এর অর্থ ‘ছোট খোকা’। এই ছোট খোকা দ্বারা শিশু যিশুকে বোজানো হয়। বিষুবরেখার ওপাশ থেকে নেমে আসা উষ্ণ পানির স্রোতের কারণে সৃষ্ট জলবায়ুর প্রতিক্রিয়াকে ব্যক্ত করার জন্য ইকুায়েডর ও পেরুর জেলেরা এল নিনো শব্দের ব্যবহার প্রচলন করে। ডিসেম্বর মাসের শেষভাগে প্রশান্ত মহাসাগরের পশ্চিমপ্রান্তে ইকুয়েডর ও পেরুর উপকূলের দিকে বিষুবরেখার অপরপাশ থেকে উষ্ণ পানির স্রোত আসতে শুরু করে। এর ফলে সাগরের পানির উষ্ণতা বাড়ে এবং ঝড়, খরা, অনাবৃষ্টি হয়। এ সময় জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে অনেকদিন মাছ শিকার পায় না। সাধারণত দুই থেকে সাত বছর পর পর এল নিনো দেখা দেয়। ১৯৯৮ সালে এল নিনোর প্রভাবে কানাডায় তুষার ঝড়, ইন্দোনেশিয়ায় দাবানল এবং ফিলিপাইনে খরা সংঘঠিত হয়। লা-নিনা শব্দটিও স্প্যানিশ যার অর্থ ‘ছোট খুকি’। সাধারণত এল নিনোর পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে লা নিনা শুরু হয়। এল নিনার প্রভাবে সাগরে উষ্ণ পানির স্রোত প্রবাহিত হওয়ার পর পরবর্তীতে সাগরের পানির উষ্ণতা কমে আসে। সাগরের পানির এ উষ্ণতা কমে আসাই লা-নিনা নামে পরিচিত। লা-নিনার প্রভাবে অতিবৃষ্টি ও বন্যা হয় ১৯৯৮ সালে এল নিনোর পর লা-নিনার প্রভাবে বাংলাদেশ ভারত ও চীনে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী বন্যা হয়।

Subject

International