programing language

১৯৪৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত কয়েকশত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে। এ সকল ভাষাকে বৈশিষ্ট অনুযায়ী পাঁচটি স্তর বা প্রজন্মে ভাগ করা যায়। যথা :
প্রথম প্রজন্ম বা ফার্ষ্ট জেনারেশন ভাষা (১৯৪৫) : মেশিন ভাষা।
দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ভাষা (১৯৫০) : অ্যাসেম্বলী ভাষা।
তৃতিয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ভাষা(১৯৬০) : উচ্চতর বা হাই লেভেল ভাষা।
চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন ভাষা(১৯৭০) : অতি উচ্চতর বা ভেরি হাই লেভেল ভাষা।
পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ভাষা(১৯৮০) : স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা।

Subject

Information Technology