internet
ইন্টারনেট সার্ভিস আজ বিশ্বব্যাপী যোগাযোগের ধারণাকে পাল্টে দিয়েছে। ইন্টারনেটের সুবিধাসমূহ নিম্নে আলোচনা করা হইল;
১.    বিশাল তথ্য সম্ভার : ইন্টারনেট তথ্যেরও একটি বিশাল ভান্ডার। ইন্টারনেট দিয়ে পৃথিবীব্যাপী ছড়ান-ছিটান অসংখ্য অন-লাইন ডেটাবেস হতে নানারকম তথ্য আহরণ সম্ভব।
২.    ইলেকট্রনিক মেইল : ইন্টারনেট ব্যবহারকারী দ্রুতগতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোন প্রান্তে তার যে কোন তথ্য অন্য কোন ইন্টারনেট ব্যবহারকারীকে পাঠাতে পারে এবং তথ্য গ্রহীতা সে তথ্য গ্রহণ করতে পারে। বিশ্বব্যাপি ডাক অবস্থায় ই-মেইল এখন সময়কে জয় করে এগিয়ে গেছে বহুদূর।
৩.    গবেষণা : গবেষকের প্রয়োজনীয় তথ্য (যা সংগ্রহ করা জটিল, সময়সাপেক্ষ ও কষ্টকর) ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে সংগ্রহ করা যায়। ইন্টারনেটের মাধ্যমে গবেষণা এখন স্থানিক সময়ের উর্ধ্বে।
৪.    সফট্ওয়্যার : ইন্টারনেট থেকে বিনা খরচে অজস্র সফট্ওয়্যার ডাউনলোড করা যায়।
৫. E-Commerce :  ইন্টারনেট ব্যবহারকারী নানা ধরনের পণ্য বা দ্রব্য ইন্টারনেটের মাধ্যমে অতি সহজে কেনা-কাটা করতে পারেন। অন লাইনের এই বাণিজ্যকে বলে। এছাড়াও ইন্টারনেটে অনেক ধরনের সেবা পাওয়া যায়। সেগুলো হলো  Telent, FTP, IRC, W.W.W Video Conferencing, Iphone, Usenet, Archie, Gofer, Veronica & WAIS সহ আরো অনেক কিছু। তাছাড়াও নিত্য নতুন উদ্ভাবনের ফলে ইন্টারনেট সুযোগ-সুবিধা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Subject

Information Technology