• বদরের যুদ্ধ: ৬২৪ খ্রিস্টাব্দে মক্কার বদর নামক স্থানে মুসলিম বাহিনী ও মক্কার পৌত্তিলিকদের মধ্যে এ যুদ্ধ সংগটিত হয়। মুসলমানরা এ যুদ্ধে জয়ী হয়।
  • উহুদের যুদ্ধ: ৬২৫ খ্রিস্টাব্দে মদিনার উহুদ প্রান্তরে মক্কার পৌত্তিলিকদের সাথে মুসলমানদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে মুসলমানরা পরাজয়ের মুখোমুখি হয়।
  • খন্দকের যুদ্ধ: ৬২৭ খ্রিস্টাব্দে মুসলমান ও কুরাইশদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়।
  • তাবুকের যুদ্ধ: ৬৩৭ খ্রিস্টাব্দে মুসলমানও রোমান বাহিনীর মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়।

Subject

International