প্রাদি সমাস মূলত অব্যয়ীভাব সমাসের বৈচিত্র্য। গঠনের দিক থেকে বিবেচনা করলে আমরা দেখি যে, অব্যয়ীভাবের মতোই প্রথমে উপসর্গ এবং অব্যয় সংযুক্ত হয়ে প্রাদি সমাস হয়। প্রাদি সমাসে সাধারণত প্র, পরা, অনু ইত্যাদি উপসর্গ পূর্বপদে বসে। যেমন: প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন, পরি (চতুর্দিকে) ভ্রমণ = পরিভ্রমণ, অনু (পশ্চাৎ) তাপ = অনুতাপ ইত্যাদি।

Subject

Bangla