• প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেন ৭ আগষ্ট, ১৮৬৮ সালে, যশোরে।
  • তিনি বীরবল ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন ।
  • প্রমথ চৌধুরীকে বলা হয়- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।
  • চলতি রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা হচ্ছে- বীরবলের হালখাতা (১৯০২)
  • তাঁর রচিত বীরবলের হালখাতা গদ্য রচনাটি যে পত্রিকায় প্রকাশিত হয়- ভারতী ।
  • তিনি যে মাসিক পত্রিকাটি সম্পাদন করে খ্যাতি অর্জন করেন- সবুজপত্র (১৯১৪)
  • তিনি বাংলা সাহিত্যে কী হিসেবে স্মরণীয়? চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রপাত্মক প্রাবন্ধিক হিসেবে।
  • প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ গ্রন্থগুলোর নাম- তেল নুন লাকড়ি (১৯০৬), বীরবলের হালখাতা (১৯১৬), নানাকথা (১৯২৬), আমাদের শিক্ষা (১৯২০), রায়তের কথা (১৯২৬), নানাচর্চা (১৯৩২), প্রবন্ধ সংগ্রহ (১ম খন্ড-১৯৫২ ও ২য় খন্ড-১৯৫৩)।
  • তিনি আর যে রচয়িতা হিসেবে প্রসিদ্ধ ছিলেন - কবিতা ও ছোট গল্প।
  • তিনি বাংলা কাব্য সাহিত্যে কিসের প্রবর্তক হিসেবে বিশেষ স্থান লাভ করেন- ইটালীয় সনেটের।
  • ‘সুশিক্ষিত ব্যক্তি মাত্রেই স্বশিক্ষিত’-উক্তিটি প্রমথ চৌধুরীর।
  • প্রমথ চৌধুরীর রচিত কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে- সনেট পঞ্চাশৎ (১৯১৩), পদচারণ (১৯১৯)।
  • প্রমথ চৌধুরীর রচিত গল্পগ্রন্থগুলোর নাম - চার ইয়ারী কথা (১৯১৬), আহুতি (১৯১৯), নীললোহিত ও গল্পসংগ্রহ (১৯৪১)।
  • প্রমথ চৌধুরী আর যে পত্রিকা সম্পাদনা করেন - বিশ্বভারতী পত্রিকা।
  • তিনি কলকতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন কত সালে - ১৯৩৮।
  • তিনি যে তারিখে মৃত্যুবরণ করেন - ২ সেপ্টেম্বর, ১৯৪৬ (১৬ ভাদ্র ১৩৫৩); শান্তি নিকেতনে।

Subject

Bangla