ইসরাইল ও জর্ডানের মাঝখানে অবস্থিত একটি হ্রদ ডেড সি নামে পরিচিত। হ্রদটির জলের তল সমুদ্রপৃষ্ঠের চেয়ে ৩৯৩ মিটার নিচে। আরবের শুষ্ক অঞ্চলে এর অবস্থান হওয়ায় হ্রদ থেকে বাষ্পীভবন খুব বেশি হয়। এখানে নামেমাত্র বৃষ্টিপাত হয়ে থাকে। যার কারণে ডেড সির পানিতে লবণের অনুপাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এর পানির আপেক্ষিক গুরুত্ব মানুষের শরীরের আপেক্ষিক গুরুত্বের চেয়ে বেশি হওয়ায় মানুষ ডেডসিতে ডোবে না।

Subject

International