অবস্থানঃ জয়দেবপুর চৌরাস্তার সড়কদ্বীপে, গাজীপুর । ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য।  ভাস্কর আব্দুর রাজ্জাক এটি নির্মাণ করেন । ভিত বা বেদিসহ এর উচ্চতা ৪২ফুট ২২ ইঞ্চি । ২৪ ফুট ৫ ইঞ্চি বেদির উপর মূল ভাস্কর্যটি ১৭ ফুট ৯ ইঞ্চি উচু ।

বৈশিষ্ট্যঃ গ্রামীণ পোষাক পরা উদোম গায়ে পেশীবহুল এ ভাস্কর্যের ডান হাতে গ্রেনেড আর বাম হাতে রাইফেল ।

Subject

Bangladesh