নোবেল বিজয়ী মুসলিম ব্যক্তিবর্গঃ মোট ৯ জন (২০০৯) পর্যন্ত।

১।       মিশরের আনোয়ার সাদাত (১৯৭৫ সালে শান্তিতে) (প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মুসলমান)।

২।      পাকিস্তানের প্রফেসর আবদুস সালাম (১৯৭৯ সালে পদার্থ বিজ্ঞানে)।

৩।      মিশরের সাহিত্যি নাগীব মাহফুজ (১৯৮৮ সালে সাহিত্যে।

৪।      ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত (১৯৯৪ সালে শান্তিতে)।

৫।      অধ্যাপক ফরিদ মুরাদ (চিকিৎসায় ১৯৯৮ সালে)।

৬।      মিশরের আহমেদ জিওয়াইল (রসায়নে ১৯৯৯ সালে)।

৭।      শিরিন এবাদি (ইরান) ২০০৩ শান্তিতে।

৮।      মোহাম্মদ আলবারাদি, মিশর ২০০৫ শান্তিতে।

৯।      ড. মুহম্মদ ইউনুস বাংলাদেশ, ২০০৬ শান্তিতে।

Subject

International