• ‘‘পর-ধন লোভে মত্ত, করিনু ভ্রমণ/ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।’’ বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত।
  • ‘‘শুনহ মানুষ ভাই/ সবার উপরে মানুষ সত্য/ তাহার উপরে নাই।’’তচন্ডীদাস।
  • ‘‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা/ তাহার মাঝে আছে দেশ এক-সকল দেশের সেরা।’’ ধন্যধান্যে পুষ্পে ভরা, দ্বিজেন্দ্রলাল রায়।
  • ‘‘হে বঙ্গ, ভান্ডারে তব বিবিধ রতন।/ তা সবে, (অবোধ আমি) অবহেলা করি,’’-বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত।
  • ‘‘এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ/ মরণে তাহাই তুমি করে গেলে দান।’’ ত রবীন্দন্রাথ ঠাকুর।
  • ‘ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই।’-কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচী।
  • ‘‘কে বলে ভাই আমরা গরীব, কে বলে ভাই আমরা হীন মিথ্যা ভয়ের আগল ভেঙ্গে আনব আবার নতুন দিন।’’-তরুণের অভিযান, গোলাম মোস্তফা।
  • ‘‘জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবেছে ঈশ্বর।’’- স্বামী বিবেকানন্দ।
  • ‘‘মাগো, ওরা বলে, সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে / গল্প শুনতে দেবে না/ বল, মা’’-কোন এক মা-কে, আবু জাফর ওবায়দুল্লাহ।
  • ‘‘গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’’ুমানুষ, কাজী নজরুল ইসলাম।
  • ‘‘একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছি যারা, সবাই ভুক্তভোগী বটে।’’-একটুখানি, আবুল হোসেন মিয়া।
  • ‘‘পারিবনা একথাটি বলিও না আর, কেন পারিবেনা তাহা ভাব একবার, পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, একবার না পারিলে দেখ শতবার।’’-পারিব না, কালী প্রসন্ন ঘোষ।
  • ‘উদয়ের পথে শুনি কার বাণী/ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান/ ক্ষয় নাই তার ক্ষয় নাই’- সফদার ডাক্তার, হোসনে আরা।
  • ‘‘হে দারিদ্র, তুমি মোরে করেছে মহান। তুমি মোরে দিয়াছ খ্রীস্টের সম্মান/কন্টক মুকুট শোভা।’’-দারিদ্র্য, কাজী নজরুল ইসলাম।
  • ‘‘এসেছে নতুন শিশু, মাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত ধ্বংসস্ত্তপ-পিঠে চলে যেতে হবে আমাদের।’’-ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য।
  • ‘‘দেবতার যাহা দিতে পারি, দিই তাই প্রিয়জনে-প্রিয়জনে যাহা দিতে পারি/ তই দিই দেবতারে।’-বৈষ্ণব কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ‘‘কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারি সমান রাঙ্গা।’’-মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত।
  • ‘‘স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমি।’’-স্বাধীনতা তুমি, শাসুর রাহমান।
  • ‘এই বাঙলায় তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা।’-তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, শামসুর রাহমান।
  • ‘মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন/হয়েছেন প্রাত:স্মরণীয়।’’-জীবন সঙ্গীত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

Subject

Bangla