• ‘নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়’-গোলাম মোস্তফা।
  • ‘‘তুমি যদি যাও দেখিবে সেখানে মাটির লতার সনে, সীম আর সীম হাত বাড়াইলে মুঠি ভরে সেই খানে।’’-নিমন্ত্রণ, জসীমউদ্দীন।
  • খাঁচার ভিতর অচিন পাখী, কেমনে আসে যায়।’’ লালন শাহ।
  • ‘‘আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।’’- আমাদের গ্রাম, বন্দে আলী মিয়া।
  • ‘‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। যে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’’- বঙ্গবাণী, আবদুল হাকিম।
  • ‘‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু/ অনলে পুড়িয়া গেল। -সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, জ্ঞান দাস।
  • ‘‘কুকুরের কাজ কুকুর করেছে/ কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ান কি/ মানুষের শোভা পায়’’ সত্যেন্দ্রনাথ দত্ত।
  • ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাচিবারে চাই।’’- কড়ি ও কোমল, রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ‘এমন যদি হত/ ইচ্ছে হলেই আমি হতাম/ প্রজাপতির মত।’ এমন যদি হত, সুকুমার বড়ুয়া।
  • ‘‘মধুর চেয়েও আছে মধুর/ সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধূলা/ খাঁটি সোনার চাইতে খাঁটি।’’- খাঁটি সোনা, সত্যেন্দ্রনাথ দত্ত।
  • ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’ বনলতা সেন, জীবনানন্দ দাস।
  • ‘আবার আসিব ফিরে ধানসিuঁড়টির তীরে এই বাংলায়/ মানুষ নয়-হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে’ আবার আসিব ফিরে, জীবনানন্দ দাস।
  • ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী / আরেক হাতে রণ-তুর্য’-বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম ।
  • ‘‘গাহি তাদের গান/ বিশ্বের সাথে জীবনের সাথে যারা আজি আগুয়ান’’-কাজী নজরুল ইসলাম।
  • ‘‘বিশ্বে যা কিছু মহান সৃষ্টি’ চির কল্যাণকর/ অর্ধেক তার করিয়াছে নারী/অর্ধেক তার নর।’’-নারী, কাজী নজরুল ইসলাম।
  • ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না/ কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।’- বাতায়ন পাশে গবাক তরুর সারি, কাজী নজরুল ইসলাম।
  • ‘‘উর্ধ্ব শির যদি তুমি কুল মানে ধনে’ করিওনা ঘৃণা তব নীচ শির জনে।’’- রসাল ও স্বর্ণলতিকা, মাইকেল মধুসূদন দত্ত।
  • ‘‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা/ তোমাকে পাওয়ার জন্যে/ আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়?’’ স্বাধীনতা তুমি, শামসুর রাহমান।
  • ‘‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পর / হার ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা’’-বনলতা সেন, জীবনানন্দ দাস।
  • ‘সই কেবা শুনাইল শ্যাম নাম।/ কানের ভিতর দিয়া মরমে পশিল গো/ আকুল করিল মোর প্রাণ।’-দ্বিজ চন্ডী দাস।
  • ‘‘জন্মেছি মাগো তোমার কোলেতে/মরি যেন এই দেশে।’’-জন্মেছি এই দেশে, সুফিয়া কামাল।
  • ‘‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।-ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য।
  • ‘‘পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে/মাতৃভাষা-রূপ খনি, পূর্ণ মনিজালে।’’- বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত।
  • ‘‘আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে/ হেথায় খঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে।’’- নোলক, আল মাহমুদ।
  • ‘কতরূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া।’-ঈশ্বর চন্দ্র গুপ্ত।
  • ‘‘তোমার ন্যায়ের দন্ড প্রত্যেকের পরে/ দিয়েছে শাসনভার হে রাজাধিরাজ।’’ ন্যায়দন্ড, রবীন্দ্রনাথ ঠাকুর।
  • ‘‘আমি কবি যত কামারের আর কাঁসারির আর ছুতারের, মুটে মজুরের, আমি কবি যত ইতরের।’’- আমি কবি কামারের, প্রেমেন্দ্র মিত্র।

Subject

Bangla