Ø   এ বয়স নতুন কিছু তো করে। এখানে ব্যক্ত হয়েছে তারুণ্যের সৃষ্টিধর্মের

Ø   ‘আঠারো’ বছর বয়স কবিতায় ‘আঠারো’ শব্দটি কত বার ব্যবহৃত হয়েছে?- ৯ (নয়) বার।

Ø   আঠারো বছর বয়সের কয়েকটি বৈশিষ্ট্য :- (১) মাথা নোয়াবার নয় (২) পাথর বাধা ভাঙ্গতে চায় (৩) এই বয়সে কাদা জানে না (৪) এই বয়সে রক্তদান করতে জানে।

Ø   কবিতায়, ‘আঠারো বছর বয়স’ কতবার উল্লেখ করা হয়েছে- সাতবার।

Ø   আঠারো বছর বয়স জানে না কাঁদা কারণ - এ বয়সের মানুষ হয় আত্মপ্রত্যয়ী ও আত্মনির্ভরশীল।

Ø   অল্প বয়সে কবি সুকান্ত ভট্টচার্য বামপন্থী কবি হিসেবে পরিচিত হন।

Ø   ‘আঠারো বছর বয়স’ কবিতাটিতে স্তবকের সংখ্যা কতটি- আট।

Ø   সুকান্ত ভট্টচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে ‘আকাল’ নামে কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।

Ø   কবি সুকান্তের নিকট আঠারো বছরে ছুটে চলাকে কি মনে হয়েছে?- বাস্পের বেগে স্টীমারের মত।

Ø   ‘এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়।’ -এখানে আঠারো বছরের তরুণ বয়সের কথা বলা হয়েছে।

Ø    এ বয়স জানে রক্তদানের পুণ্য-এখানে ব্যক্ত হয়েছে তারুণ্যের শপথ।

Subject

Bangla