জন্ম

১৯২৬ খ্রিস্টাব্দ (৩০ শে শ্রাবণ, ১৩৩৩)।

জন্মস্থান

কলকাতায়।

মৃত্যু

১৯৪৭ খ্রিস্টাব্দ (মাত্র ২১ বছর বয়সে) (২৯ শে বৈশাখ, ১৩৫৪)।

পৈতৃকনিবাস

গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

প্রথমপ্রকাশিতকাব্যগ্রন্থ

ছাড়পত্র (১৯৪৭)

সম্পাদিতকাব্যগ্রন্থ/কাব্যসংকলন

আকাল (১৯৪৩)।

কাব্যগ্রন্থ

ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল, মিঠাকড়া।

 সুকান্তসম্পর্কিতঅন্যান্যতথ্য:

   কোন কবিকে কিশোর কবি বলা হয়?- সুকান্ত ভট্টাচার্য

   ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুর কয় মাস পর প্রকাশিত হয়?- তিন (৩) মাস। (১৯৪৭)

   ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি

নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”- এই পংক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? - সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ থেকে।

   সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিলেন?- ২০ বছর ৯ মাস।

   সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস- গোপালগঞ্জ জেলায়।

Subject

Bangla