চাখের মতো কালোচুল এলিয়ে’ এখানে কাকে কিসের সাথে উপমিত করা হয়েছে।

উত্তর :মেঘাচ্ছন্ন আকাশকে কালো চুলের সঙ্গে।

প্রশ্ন    :সৈয়দ আলী আহসান মূলত কী হিসেবে পরিচিত?

উত্তর :অধ্যাপক ও লেখক।

প্রশ্ন    :কবিতায় কয়টি স্তবক রয়েছে?

উত্তর :একটি।

প্রশ্ন    :কবিতায় কালো কথাটি কতবার ব্যবহার হয়েছে?

উত্তর :দুইবার।

প্রশ্ন    :এ কবিতায় মোট কয়টি উপমা ও কয়টি চিত্রকল্প ব্যবহার করা হয়েছে?

উত্তর :উপমা- ৫টি। চিত্রকল্প-৫টি।

প্রশ্ন    :কবিতার লাইন সংখ্যা কতটি?

উত্তর :৪২টি।

প্রশ্ন    :এ কবিতায় কোন সময়, ঋতু, ফুল ও পাখির কথা বলা হয়েছে?

উত্তর    :সময় সন্ধ্যা, ঋতু-বর্ষা,

ফুল-কদম্ব, উৎপল (পদ্ম), পাখি-কাক।

প্রশ্ন    :এ কবিতায় কোন কোন রঙের কথা বলা হয়েছে?

উত্তর  :কালো, নীল, হলুদ, বেগুনী, সাদা+ (৫টি)।

প্রশ্ন    :‘রাশি রাশি ধান’ কথাটি কোন কবিতায় আছে?

উত্তর  :আমার পূর্ব বাংলা। (উল্লেখ্য, সোনার তরী কবিতায় ‘রাশি রাশি’ কথাটি আছে)।

প্রশ্ন    :কয়টি ফুলের কথা উল্লেখ আছে?

উত্তর  :তিনটি।

প্রশ্ন    :এখানে এস্ত আকুলতার একাকার’ এখানে কবি কিসের অনুসরণে কিসের চিত্র এঁকেছেন?

উত্তর :বৈষ্ণব কবিতার ঐতিহ্যের অনুসরণে, পূর্ব বাংলার মানুষের হৃদয়াবেগের চিত্র।

প্রশ্ন    :‘কত দশা বিরহিনীর এক দুই তিন দশটি’ এ লাইনে কবি মধ্যযুগীয় কোন কবিতার কার অবস্থার উল্লেখ করেছেন?

উত্তর :বৈষ্ণব কবিতায় রাধার বিরহের অবস্থা।

Next

প্রশ্ন :কালো চুল কিসের সাথে তুলনা করা হয়েছে?

উত্তর  :কাকের চোখের মতো।

প্রশ্ন    :‘সন্ধ্যার উন্মেষের মতো’ এবং ‘সরোবরের অতলের মতো’- এ দুটি উপমা কিসের ভাব জাগ্রত করে?

উত্তর  : প্রশান্তির।

প্রশ্ন    :বৈষ্ণব কবিতায় বর্ষা রাতে রাধার বিরহের ছবি পাওয়া যায় কোন চিত্রকল্পে?

উত্তর  :হৃদয় ছুয়ে- যাওয়া সিক্ত নীলাম্বরী

প্রশ্ন    :‘নিকুঞ্জের তমাল কনল- লতায় ঘেরা’ এর পূর্বের লাইন কি?

উত্তর :সিক্ত নীলাম্বরী

প্রশ্ন    :‘শান্তি’ এর পরের লাইন কী?

উত্তর : কাকের চোখের মতো কালোচুল।

প্রশ্ন    :কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত- এ চিত্রকল্পে কোন কবির কাব্যে বর্ণিত প্রসঙ্গ উপস্থাপি হয়েছে?

উত্তর : মহাকবি কালিদাসের ‘মেঘদূত’ কাব্য।

প্রশ্ন    :‘কত দশা বিরহিনীর এক দুই তিন দশটি’ এখানে এ অংশটিতে কবি কি বুঝাতে চেয়েছেন?

উত্তর : পূর্ব বাংলার মানুষের ভাবাবেগের বৈশিষ্ট্য বৈচিত্র্যকে।

প্রশ্ন    : নির্ধারক বিশেষণ ব্যবহৃত হয়েছে কতবার?

উত্তর : ১ বার (রাশি রাশি ধান)।

প্রশ্ন    : কবিতার শেষ লাইন কী?

উত্তর : পুলকিত সচ্ছলতায়, প্রগাঢ় নিকুঞ্জ।

Subject

Bangla