শব্দার্থটিকা

একটি প্রাগাঢ় নিকুঞ্জ : পাতায় ছওয়া লতায় ঘেরা গৃহ যেমন অনুপম আবাস, সবুজ-শ্যামল পূর্ব বাংলা ও কবির কাছে তেমনি। একটি চিত্রকল্প।

নিকুঞ্জ :লতাগৃহ। অরণ্যে বা উদ্যানে লতাপাতা ঘেরা কুটিরের মত জায়গা।

সন্ধ্যার উন্মেষের মতো : দিনের কর্মকোলাহলের শেষে সন্ধ্যালগ্নে প্রকৃতিতে যে অনির্বচনীয় সৌন্দর্যের বিস্তার হয় তা মনে যে অপূর্ব ভাব জাগায়। একটি উপমা।

বিমুগ্ধ বেদনার শান্তি : কবির এ অনুভবে বিষন্নতার মধ্যে এক ধরনের প্রশান্তির আভাস রয়েছে।

কনক-লতা-স্বর্ণলতা।

অশেষ অনুভব নিয়ে পুলকিত সচ্ছলতা বাংলাদেশের রূপবৈচিত্র্য কবির অনুভূতিতে বহুমাত্রিকতা ও নিয়ে উপস্থিত এবং সেগুলো তার অফুরন্ত আনন্দের উৎস।

পানিতে পা ডুবিয়ে বর্ষাকালে পূর্ব বাংলার মাঠঘাট পানিতে ডুবে যায়। কবি কল্পনা করেছেন মূর্তিমতী পূর্ব বাংলা যেন রাঙা পদ্মের মত পানিতে পা ডুবিয়ে বসে থাকে।

বর্ষার অন্ধকারের অনুরাগ বোঝাতে কবি নায়ক-নায়িকার প্রেমের অনুরাগের ঐতিহ্য হিসেবে রবীন্দ্রনাথের উক্তি স্মরণীয়- ‘এমন দিনে তারে বলা যায়।

এমন ঘনঘোর বরিষায়।’

বি.দ্র.: যে শব্দের একাধিক শব্দার্থ থাকে তার শেষের শব্দটি বেশি মনোযোগ দিবে।

Subject

Bangla