ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৭-১৮ (ক ইউনিট) রসায়ন

DU KA Unit Question Bank Chemistry 2017-18

25
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) 0.10 mol/L দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 mol/L দ্রবণ তৈরিতে নিম্নের কোন সেটটি সবচেয়ে বেশি উপযুক্ত?
Pipette and Volumetric flask
(2) C6H5-CHO+CH3NH2→q+H2O বিক্রিয়ায় q এর আণবিক সংকেত কোনটি?
C6H5-HC=N-CH3
(3) CH3-CH=CH2 যৌগে কার্বনগুলোর সংকরণ কিরূপ?
sp2,sp3
(4) CO এবং Co2+ এর জন্য নিচের কোন যোজ্যতা ইলেকট্রন বিন্যাসটি সঠিক?
3d74s2and3d74s0
(5) Co(NH3)4(H2O)2]Cl3 জটিল যৌগটিতে অবস্থান্তর ধাতুটির সন্নিবেশ সংখ্যা কত?
(6) IUPAC পদ্ধতিতে CH3-CH(CH3)CH2-C(CH3)OH-CH2-CH3 এর নামকরণ হচ্ছে-
3,5-Dimethylhexanol-3
(7) ইলেক্ট্রোকেমিক্যাল সেল নোটেশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
Zn(s)|Zn2+(aq)||Cu2+(aq)|Cu(s)
(8) কোন প্রক্রিয়ায় 23490Th থেকে 23491Ph তৈরি হয়?
β emission
(9) কোনটি ইলেক্ট্রোফাইল?
BF3
(10) কোনটি জ্বালানি নয়-
O2
(11) কোনটি সিমেন্ট ক্লিংকার এর উপাদান নয়-
Sodium Oxide
(12) গলিত NaCl এর মধ্যে 1 F তড়িৎ চালনা করলে ক্যাথডে জমাকৃত Na এর পরিমাণ হচ্ছে-
23.0 g
(13) গ্যাসীয় অবস্থায় ১ মোল পরমানুতে ১ মোল ইলেক্ট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয় তা হোল-
১ম ইলেক্ট্রন আসক্তি
(14) তাপউৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কোনটি সত্য নয়-
বিক্রিয়ার হার কমে
(15) নিচের কোন আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ‌্য সবচেয়ে বড়-
Microwave
(16) নিচের কোন জলীয় দ্রবনটির pH সবচেয়ে বেশি?
0.1 m NaOH
(17) নিচের কোন যৌগটি Optical isomerism দেখায়-
CH3CH(NH2)COOH
(18) নিচের কোনটি জারণ-বিজারণ বিক্রিয়া নয়?
NaCl+AgNO3→NaNO3+AgCl
(19) নিচের কোনটি লুইস এসিড?
AlCl3
(20) নিচের কোনটি সঠিক নয়?
The PH of a 10-9 M HCl solution is 9
(21) নিচের বিক্রিয়ার উৎপাদ / উৎপাদসমূহ কী? HCHO (গাঢ় NaOH দ্রবণ) / (conc.NaOH solution) Products(s)
CH3OH+HCOOH
(22) নিম্নের কোন উক্তি বা উক্তিসমূহ সঠিক? i) চামড়া শিল্প থেকে Cr6+ বর্জ্য নির্গত হয় ii) ইউরিয়া সার শিল্প থেকে Hg2+ নির্গত হয়...
i+iii
(23) প্রমাণ অবস্থায় 10.0 L মিথেন গ্যাস অণুর সংখ্যা কত?
26.89×1025
(24) প্রশমন এনথালপি -57.0KJmol-1 হলে Ba(OH)2(aq)+2HCl(aq)→BaCl2(aq)+2H2O(i) বিক্রিয়াটির এনথালপির পরিবর্তন কত?
-114 KJ
(25) ফেলিং দ্রবন ও টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপ এর মধ্যে পার্থক্য করা যায়-
Aldehyde and Ketone