এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 79 Questions
No Title Answer
(1) আমরা যে চক দিয়ে লিখি তা হলো---
ক্যালসিয়াম কার্বনেট
(2) একটি সুষম বহুভূজের বাহুর সংখ্যা ৮ হলে প্রত্যেকটির অন্ত:স্থ কোণের পরিমাপ কত?
135°
(3) দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
৪ : ৯
(4) একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৪ একর। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ হলে ঐ জমির পরিসীমা কত?
২০০ মিটার
(5) একটি কুুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যত...
১৬ : ১৫
(6) এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫...
৭ : ৩
(7) কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যাতে ক এর অংশ খ এর দ্বিগুণের সমান ও খ এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে ত...
৮:৪:১
(8) তিন বন্ধু একত্রে সমান আহার করল। প্রথম ও দ্বিতীয় বন্ধুর কাছে যথাক্রমে ১২টি ও ৮টি রুটি ছিল। তৃতীয় ব্যক্তি রুটির পরিবর্তে ৩ টাকা...
২.৪০ এবং ০.৬০ টাকা
(9) ক, খ ও গ ১৮০০০ টাকা নিয়ে কারবার শুরু করলো। এতে ক এর খ অপেক্ষা ২০০০ টাকা এবং খ এর গ অপেক্ষা ২০০ টাকা বেশি আছে। কারবারে ১০৮০ টা...
৪৪৪
(10) ৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা । গাছটির উচ্চতা কত ফুট?
৯৬
(11) সাদেক ও আজিজ সাহেবের মাসিক বেতনের অনুপাত ৭:৫ এবং তাদের মাসিক বেতনরে সমষ্টি ১২,০০০ টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে ২০...
১৪৪:১০৫
(12) ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত ৪:৩ এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত ৫:৪ হলে ১ কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল ও ১ কুইন্ট...
১৫:১৬
(13) ‘রাত্রির শেষভাগ’-এক কথায় ---
পররাত্র
(14) যার বাসস্থান নেই---
অনিকেতন
(15) যার দুই হাত সমান চলে ---
সব্যসাচী
(16) ‘সাপের খোলস’ -এর বাক্য সংকোচন কি হবে?
নির্মোক
(17) ‘গম্ভীর ধ্বনি’ এর বাক্যসংকোচন করুন।
মন্দ্র
(18) ‘The pros and cons’ means---
Good and evil
(19) The meaning of ‘In black and white’ is---
in writing
(20) The proverb ‘A snake in the grass’ means---
A hidden enemy
(21) What is the meaning of the word ‘tittle-tattle’?
Gossip
(22) In a nutshell’ phrase means---
Briefly
(23) কোন সংখ্যার এক চতুর্থাংশের সহিত ২০ যোগ করলে যোগফল ১০০ হয়।
৩২০
(24) বিষবৃক্ষ কোন সমাস?
কর্মধারয়
(25) ২, ৫, ১১, ৪৭ ........ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৯৫