বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) জুনিয়র পরিসংখ্যান সহকারী নিয়োগ পরীক্ষা-২০২০

bbs Junior Statistical Assistant Recruitment Question Bank 2020

Exam held on 03-01-2020

70
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 69 Questions
No Title Answer
(1) বাংলাদেশের সংবিধান কোন তারিখ হতে কার্যকর হয়?
১৬ ডিসেম্বর ১৯৭২
(2) সৌদি আরবের রাজধানীর নাম কী?
রিয়াদ
(3) বাংলাদেশে বর্তমানে বিভাগের সংখ্যা কয়টি?
৮টি
(4) বাংলাদেশে খেতাবপ্রাপ্ত বীরবিক্রম কত জন?
১৭৫ জন
(5) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কোন বছর উপদযাপন করা হবে?
২০২১
(6) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী
(7) SDG-এর Goal সংখ্যা কয়টি?
১৭টি
(8) সরকার কর্তৃক বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে?
২০২০ ও ২০২১
(9) UNDP এর পূর্ণ রুপ কি?
United Nations Development Programme
(10) বাংলাদেশে বর্তমানে মানুষের গড় আয়ু কত?
৭২.৩ বছর
(11) বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়?
১০ বছর
(12) ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
প্যারিস
(13) কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
৪ বছর
(14) দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের  অংশ। সংখ্যা দুটির অনুপাত কত?
২ : ৩
(15) বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৫৮ টাকা হবে?
৪ বছর
(16) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
১২ মিটার
(17) ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় ---
সূক্ষ্মকোণ
(18) ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
৩০%
(19) ১ ইঞ্চি = কত সেন্টিমিটার?
২.৫৪
(20) ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
২৫
(21) a : b = 4 : 7 এবং b : c = 5 : 6 হলে a : b : = কত?
20 : 35 : 42
(22) 2x = 5y +5 হলে 4x - 6y = কত?
10
(23) (a-2b)3এর মান কত?

a3 – 8b3  - 6a2b + 12ab2                        

(24) একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হত?
১০০ টাকা
(25) বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০0 হলে বিপরীত কোণটির মান কত?

১১০0