প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের PEDP-4 প্রকল্পের উপজেলা/আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর

Primary Urban Program Coordinator Recruitment Question Bank 2020

Exam held on 03-01-2020

71
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 70 Questions
No Title Answer
(1) কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
কোনটিই নয়
(2) ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্টের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট?
তৃতীয়
(3) অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কী?
ক্যাঙ্গারু
(4) লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?
টেমস
(5) মোবাইল ফোনের জনক কে?
মার্টিন কুপার
(6) আর্ন্তজাতিক আদালত কোথায় অবস্থিত?
হেগ
(7) নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
যুক্তরাষ্ট্র-কানাডা
(8) ২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কী?
আবে আহমেদ আলী
(9) টেকসই উন্নয়ন লক্ষ্য-৪-এর মূল প্রতিপাদ্য কী?
২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা।
(10) Curriculum শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?
পাঠ্যক্রম ও পাঠ্যসূচি
(11) সাম্প্রতিক কোন আবিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে?
পাটের জিনতত্ত্ব
(12) উপানুষ্ঠানিক শিক্ষার অন্যতম বৈশিষ্ঠ কোনটি?
বয়সভিত্তিক
(13) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কোনটির অধীনে?
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়
(14) কলেরা রোগ নিরাময়ে কোন আর্ন্তজাতিক সংস্থা কাজ করছে?
ICDDRB
(15) পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
কাতার
(16) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) কোথায় অবস্থিত?
কুমিল্লা
(17) বাংলাদেশে সবচেয়ে বেশি চা-বাগান রয়েছে কোন জেলায়?
মৌলভীবাজার
(18) বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার নির্দেশনা রয়েছে?
১৭
(19) বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উপৎপাদিত হয়?
প্রাকৃতিক গ্যাস
(20) বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে?
তৈরি পোশাক রপ্তানি
(21) হালদা নদী কেন বিখ্যাত?
এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা হয়।
(22) বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
মেহেরপুর
(23) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস কোনটি?
৮ সেপ্টেম্বর
(24) পত্রিকা পড়ে, রেডিও শুনে, টেলিভিশন দেখে শেখা ---
অনানুষ্ঠানিক শিক্ষা
(25) ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯২১