ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৭-১৮ (ক ইউনিট) বায়োলজী

DU KA Unit Question Bank Biology 2017-18

25
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) কোনটি ইন-সিটু সংরক্ষনের উদাহরন-
বন্যজীব অভয়ারণ্য
(2) DNA ডবল হেলিক্স এর দুটি স্ট্রান্ড এর মধ্যবর্তী দূরত্ব-
0.34 nm
(3) কোন উপাঙ্গটি ঘাস ফড়িং খাদ্য কর্তনে ব্যবহার করে?
ম্যান্ডিবল
(4) কোন করোটিক স্নায়ু জিহ্বা নাড়াতে সাহায্য করে?
হাইপোগ্লোসাল
(5) কোন বাক্যাটি সিলোম ও হিমোসিল উভয়ের জন্য সঠিক?
উভয়েই দেহপ্রাচীর ও পরিপাক নালীর মধ্যবর্তী ফাকা স্থান
(6) কোন শ্রেণিভুক্ত প্রাণিদের এপিদার্মাল আঁইশ থাকে?
রেপটাইলিয়া
(7) কোনটি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এর উদাহরন?
Parthanium argentatum
(8) কোনটি দাদরোগের জন্য দায়ী?
Trichophyton
(9) কোনটি রেনডিয়ার মস নামে পরিচিত?
Cladonia rangiferina
(10) কোনটি সিনোসাইটিক শৈবালের উদাহরন?
Botrydium
(11) কোনটিতে ইনসুলিন তৈরির জিন সংযোজন করা হয়েছে?
E.coli
(12) কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল থাকে-
Pteris
(13) কোষ পর্দার ফ্লইড মোজাইক মডেল কে প্রস্তাব করেন?
সিঙ্গার ও নিকলসন
(14) গ্লুকোনিওজেনেসিস হলো-
নন-কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষণ
(15) ডি এন এ সিড়ির প্রতি প্যাচের দৈর্ঘ কত?
34 Å
(16) তরুনাস্থি কোন আবরন দ্বারা আবৃত থাকে-
পেরিকন্ড্রিয়াম
(17) তরুনাস্থিযুক্ত মাছে কয় জোড়া ফুলকা ছিদ্র থাকে?
পাঁচ থেকে সাত জোড়া
(18) নিচের কোনটি অপ্রটিনীয় অ্যামিনো এসিড?
অরনিথিন
(19) নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর আবরনের মাঝখানে থাকে?
লিপিড
(20) নিচের কোনটিতে র‍্যামেন্টাম থাকে?
Pteris
(21) পাকস্থলী প্রাচীরের কোন কোষ HCl নিঃসরণ করে?
প্যারাইটাল
(22) ম্যান্টল দ্বারা আবৃত অখন্ডায়িত কোমল দেহবিশিষ্ট প্রাণিকূল যে পর্বের অন্তর্গত তা হল-
মলাস্কা
(23) লাইকেনে শতকরা কত ভাগ শৈবালের উপস্থিতি থাকে?
5-10%
(24) শীতের পাখির অভিপ্রায়ণ (পরিযান) কোন ধরনের আচরন?
সহজাত
(25) সর্বমুখ পরাগ্ধানী, পালকের ন্যায় গর্ভমুন্ড, ক্যারিওপসিস ফল কোন গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য?
Poaceae