ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১০-১১ (ক ইউনিট) বাংলা

DU KA Unit Question Bank Bangla 2010-11

30
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 30 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 30 Questions
No Title Answer
(1) ‘unstamped' শব্দের বাংলা পরিভাষা-
সিলমোহরহীন
(2) ‘আভাসিত’ শব্দটির প্রত্যয়-
সংস্কৃত কৃৎ
(3) ‘ঋজু’ শব্দের বিপরীত শব্দ-
বঙ্কিম
(4) ‘কমবক্তা’ শব্দটি গঠিত হয়েছে-
উপসর্গযোগে
(5) ‘কুহেলি’ শব্দের অর্থ-
কুয়াশা
(6) ‘চল্লিশের কোঠা’ বলতে কি বোঝানে হয়?
ঊনচল্লিশ
(7) ‘তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল।’-কখন?
সাক্ষীর কাটারায় পুরিয়া দিলে
(8) ‘তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না।’ বাক্যটির অস্তিবাচক রূপ-
অচিরেই তাদের ভুল ভাঙে
(9) ‘দফাদার’ মানে-
চেীকিদারের সরদার
(10) ‘পৃথিবী’র সমার্থক শব্দ-
ক্ষিতি
(11) ‘প্রভুদের বিদ্যার গতির সীমা নাই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর‘ বোধোদয়’ পর্যন্ত।’’ বাক্যটিতে ‘বোধোদয়’ বলতে বোঝানো হয়েছে-
বিদ্যাসাগরের ‘শিশুশিক্ষা’ তৃতীয় ভাগ
(12) ‘ফুল ফোটে।’- কোন বাচ্য?
কর্মকর্তৃবাচ্য
(13) ‘রচিয়া লহ না আজও গীতি’- এখানে ‘না’ কোন অর্থে ব্যবহৃত?
অনুরোধ
(14) ‘শিক্ষা হচ্ছে সেই বস্ত যাহা লোকে নিতান্ত অনিচ্ছাসত্বেও গলধকরণ করিতে বাধ্য হয়, অপর পক্ষে কাব্যরস লোকে শুধু সেচ্ছায় নয়, স্বানন্দে পান করে।’- চলিত রীতিতে রচিত এ বাক্যে ভুলের সংখ্যা-
সাত
(15) ‘ষ্ণ’ সংযুক্ত ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?
ষ্+ণ
(16) ‘সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।’- এখানে ‘অসীম কুয়াশা’র প্রতীকি তাৎপর্য-
জাতীয় জীবনে অচলাবস্থা
(17) `Amplification'-এর পরিভাষা-
পরিবর্ধন
(18) `hierarchy'-র বাংলা পরিভাষা-
আধিপত্য পরম্পরা
(19) `It takes two to make a quarrel'- বাক্যের যথাযথ বঙ্গানুবাদ--
এক হাতে তালি বাজে না
(20) `There was once a bald-headed man.'-ইংরেজি বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ-
এক ছিল টেকো লোক
(21) কোনটি অশুদ্ধ বানানে লেখা?
সশঙ্কিত
(22) নিচের কোন কবিতা ‘অনিঃশেষ’ কাব্যগ্রন্থের অন্তর্গত?
বাংলাদেশ
(23) নিচের কোন কবিতা মাত্রাবৃত্ত ছন্দে হয়নি?
বঙ্গভাষা
(24) নিচের কোনটি অর্ধস্বরধ্বনি নয়?
(25) পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ-
সাবান