ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৭-১৮ (ক ইউনিট) বাংলা

DU KA Unit Question Bank Bangla 2017-18

25
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) 'Everybody cried up her beauty'- কথাটির যথাযথ বঙ্গানুবাদ-
প্রত্যেকে তার সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করত
(2) 'আগুনের সুম্মার্জনা' বলতে কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন?
পরিষ্কার করা
(3) 'আহ্বান' গল্পের বৃদ্ধা মারা গেছেন কোন ঋতুতে?
শরৎকালে
(4) 'উচাটন' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
প্রশান্ত
(5) 'ঘাটের মরা' বাগধারাটির অর্থ কী-
অতিবৃদ্ধ
(6) 'নিজগৃহপথ, তাত, দেখাও তাস্করে'- এখানে তাস্কর কে-
লক্ষণ
(7) 'বাহ্য' শব্দের উচ্চারণ কোনটি?
বাজ্‌ঝো
(8) 'বিড়াল' প্রবন্ধ অনুসারে কোন কথাটি অসামঞ্জস্যপূর্ণ-
ধনীরাই সবচেয়ে বড় চোর
(9) 'মাসি-পিসি' গল্পে চৌকিদার কে?
কানাই
(10) 'যা তার প্রাপ্তি তা-ই তার দান'- কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য-
বৃক্ষ ও সৃজনশীল মানুষের
(11) 'যুব্জানি' সমাসের ব্যসবাক্য কোনটি?
যুবতি জায়া যার
(12) 'শিক্ষায় আমাদের আগ্রহ বাড়ছে'- শিক্ষায় কোন কারক -
অধিকরণ
(13) 'সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও' - এখানে 'সেই অস্ত্র' কোন পদ_
বিশেষণ
(14) 'সেই অস্ত্র' কবিতাটি কোন ছন্দে রচিত?
অমিল অক্ষরাবৃত্ত
(15) কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম?
নবযুগ, ধুমকেতু
(16) কোন বিরামচিহ্নে বিরাম নিতে হয় না?
হাইফেন
(17) কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ নয়-
হরতাল
(18) কোনটি সমার্থক শব্দ নয়-
বীচি
(19) নজরুলের কবিতায় বরররনিত 'শাক্যমুনি' কে-
গৌতম বুদ্ধ
(20) নদীমাতৃক বাংলাদেশের বর্ননা রয়েছে যে কবিতায়-
রক্তে আমার অনাদি অস্থি
(21) নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
তিনি বলতে লাগলেন
(22) নিম্নের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
কুলটা
(23) প্রখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁ কোন দেশে জন্মগহন করেন-
ফ্রান্স
(24) বাংলা কৃদন্ত শব্দ কোনটি?
জ্যান্ত
(25) রবীন্দ্রনাথ ঠাকুর 'ঐকতান" বলতে বুঝিয়েছেন?
জীবনের সর্বপ্রান্তস্পর্শী সমস্বর