দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক/কোট পরিদর্শক নিয়োগ পরীক্ষা-২০২০

ACC Recruitment Question Bank 2020

Exam held on 07-02-2020

99
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 99 Questions
No Title Answer
(1) কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংঘটিত হয়?
পাল
(2) তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কী সঞ্চালিত হয়?
শক্তি
(3) কোনটি অনপার্জিত আয়?
অগ্রিম প্রাপ্ত কমিশন
(4) প্রত্যক্ষ উক্তি ‘আগামীকাল’ পরোক্ষ উক্তি কী?
পরদিন
(5) সফটড্রিঙ্কে কোনটি ব্যবহৃত হয়?
সরবেট
(6) কম্পিউটারের আইকিউ কী?
(7) কম্পিউটার বা ইন্টারনেটের ব্যবহার কখন ক্ষতিকর?
বাড়াবাড়ি ব্যবহার
(8) নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
CIH
(9) লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়?
বহিঃ অভিস্রবণ
(10) বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি?
সায়েদাবাদ
(11) বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে?
কুতুবদিয়া
(12) ১৩তম এসএ গেমসে বাংলাদেশ কতটি স্বর্ণপদক অর্জন করে?
১৯টি
(13) ’বাংলা একাডেমি’ মূল ভবনের প্রাক্তন নাম ---
বর্ধমান হাউজ
(14) রবিশংকর একজন বিখ্যাত ---
সেতারবাদক
(15) বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত?
পঞ্চগড়
(16) বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?
যশোর
(17) বিশ্বে কততম দেশ হিসেবে বাংলাদেশে ই-পাসপোর্ট চালু করেছে?
১১৯তম
(18) What is the synonym of the word 'farcical'?
ridiculous
(19) Which word is correct? (Tsunime)
Tsunami
(20) Do not make a noise while your father --- ?
is sleeping
(21) What kind of noun is 'Knowledge'?
abstract
(22) Now a days, many village are lit --- electricity?
with
(23) Choose the correctly spelt word. (Accilerate)
Accelerate
(24) The word 'Somnambulist' means ---
a sleep walker
(25) The word 'Anthropology' is related to ---
study of mankind