বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর নিয়োগ পরীক্ষা-2020

bbs Data Entry Operator Recruitment Question Bank 2020

Exam held on 17-01-2020

70
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 60 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 70 Questions
No Title Answer
(1) ’জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
কর্মধারায়
(2) নিচের কোন বানানটি শুদ্ধ?(নিশিথিনী)
নিশীথিনী
(3) Corrigendum শব্দের অর্থ কী?
শুদ্ধিপত্র
(4) ’মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?
নির্মলেন্দু গুণ
(5) ’আকিল’ শব্দের অর্থ কী?
কলুষিত
(6) ’পাঠক’শব্দটি কোন শ্রেণীর ধাতু থেকে গঠিত?
সংস্কৃত মূল
(7) ’সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’। চরণ দুটি কোন কবিতার অংশ?
পরার্থে
(8) ’যা কষ্টে নিবারণ করা যায়’ এক বাক্যে সংকোচন কোনটি?
দুর্নিবার
(9) নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
মোমবাতি
(10) ’নৈসর্গিক’-এর প্রতিশব্দ কোনটি?
কৃত্রিম
(11) ’অটবি’এর প্রতিশব্দ কোনটি?
বন
(12) ’বৈরাগ্য সাধনে --- সে আমার নয়’।
মুক্তি
(13) ’আপন’ শব্দের অর্থ কোনটি?
আত্বীয়
(14) কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?
মৃত্যুক্ষুধা
(15) মঙ্গলকাব্যের কবি নন কে?
মানিক দত্ত
(16) কোনগুলো স্পর্শ ধ্বনি?
ক-ম
(17) কোনটি তৎসম শব্দ?(কলম)
চন্দন
(18) বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করে ---
২০১০ সালে
(19) নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? (ফলবান)
শুভেচ্ছা
(20) ’চাক্ষুস’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
অগোচর
(21) মাার্কন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
৪ বছর
(22) বিশ্বকাপ ফুটবল ২০১৮ সালে চ্যাম্পিয়ন কোন দেশ?
ফ্রান্স
(23) লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
কালো
(24) ইয়ং বেঙ্গল কী?
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
(25) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
সিসমোগ্রাফ