ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ (ক ইউনিট) বাংলা

DU KA Unit Question Bank Bangla 2018-19

25
Start Exam

এই পরীক্ষাটি অনলাইনে দিতে চাইলে উপরের "Start Exam" লিংকে ক্লিক করুন। পরীক্ষার সময়ঃ 15 মিনিট । পরীক্ষা শেষ হবার সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন।

Questions and Answers

Displaying 1 - 25 of 25 Questions
No Title Answer
(1) 'অংক করতে ভূল করও না 'চলিত রীতির বাক্যটিতে অশুদ্ধ -সংখ্যা ?
৩ টি
(2) 'অতি শান্ত ও সহিষ্ণুতায় সে জীবনের গুরুভার বহন করে।' কার প্রসঙ্গে বলা হচ্ছে?
বৃক্ষ
(3) 'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ কী?
শক্রতা
(4) 'আমি যাব না' এটি কোন বাচ্য?
কর্তৃবাচ্য
(5) 'উচ্ছিষ্ট' শব্দের সন্ধিসাধিত রুপ কোনটি?
উদ্ + শিষ্ট
(6) 'কাল থেকে পড়া শুরু কর' এটি কোন কালের বিশিষ্ট প্রয়োগ ?
ঘটমান বর্তমান
(7) 'জ্বালাতন ' শব্দটির উৎস কোনটি?
আরবি
(8) 'যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে' এর সংকুচিত রুপ -
অভ্যাগত
(9) 'যে ভিক্ষা চায়, তাকে দান কর' এটি কোন বাক্যের উদাহরণ ?
জটিল
(10) 'রংপুরে নূরলদীন একদিন ডাক দিয়েছিল' কত সনে?
১১৮৯ সনে
(11) 'রুঢ়ি' এর প্রকৃতি -প্রত্যয় কোনটি?
রুহ্ + তি
(12) 'লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।''বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় 'আহব' অর্থ কী?
যুদ্ধ
(13) 'সর্বনাশ করে যে' এ ব্যাসবাক্যটি কোন সমাস?
উপপদ তৎপুরুষ
(14) 'সুখে থেকো - এই দোয়া করি। ' কোন কারক ?
কর্ম
(15) 'সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে ' বারুণী বলতে কী বোঝায়?
জলের দেবী
(16) 'স্ট' যুক্তব্যঞ্জনটি কোন ধরনের শব্দে ব্যবহৃত হয়?
বিদেশি
(17) কোন উপসর্গটি পরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে?
অনুশীলন
(18) কোন বানানগুলো শুদ্ধ ?
উচ্ছৃঙ্খল, চলচ্ছক্তি
(19) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
আপনি সস্ত্রীক আমন্ত্রিত
(20) নিচের কোনটি মিশ্র ক্রিয়ার উহাহরণ?
তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম
(21) নিচের কোন শব্দে স্বভাবতই 'ণ' হয়?
লবণ
(22) নিচের কোনটি বহুবচনবাচক বাক্য?
গাছে ফুল এসেছে
(23) নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রুঢ়ি শব্দ?
হরিণ
(24) বাংলা ভাষায় মৌালিক স্বরধ্বনির সংখ্যা কত?
৭ টি
(25) শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি এক অপরের প্রভাবে অল্প - বিস্তর সমতা লাভ করলে তাকে বলে -
সমীবভন